Bangladeshi Arrested: পালাতে গিয়ে মেখলিগঞ্জে BSF-র হাতে আটক ৬ বাংলাদেশি, রয়েছে ২ শিশুও

দেশের দুই বড় শহর দিল্লি ও মুম্বইয়ে চলছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরপাকড়। ভয়ে পালিয়ে দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সোমবার রাতে মেখলিগঞ্জ সীমান্তে কৃষি ফার্ম এলাকায় সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশের বাসিন্দা এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং আরও দুই বাংলাদেশের নাগরিককে আটক করে বিএসএফ। ছয়জনকে আটক করে। 

Advertisement
পালাতে গিয়ে মেখলিগঞ্জে BSF-র হাতে আটক ৬ বাংলাদেশি, রয়েছে ২ শিশুওফাইল ছবি

দেশের দুই বড় শহর দিল্লি ও মুম্বইয়ে চলছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরপাকড়। ভয়ে পালিয়ে দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সোমবার রাতে মেখলিগঞ্জ সীমান্তে কৃষি ফার্ম এলাকায় সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশের বাসিন্দা এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং আরও দুই বাংলাদেশের নাগরিককে আটক করে বিএসএফ। ছয়জনকে আটক করে। 

বাংলাদেশিদের ধরতে ভারতের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি, ধরাও পড়ছে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বইতে চলছে চিরুনি তল্লাশি। সেই ভয়ে মুম্বইয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোটবাড়িতে। খবর পেয়ে দুই শিশু সহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ। এদের গ্রেফতার করে মঙ্গলবার মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত চার বাংলাদেশিদের হল ইরফান শরিফ (৫) ও ইব্রাহিম শরিফ (১), কাবিল শরিফ (৩৩) ও তাঁর স্ত্রী হাজেরা শরিফ(২৭ )। বাংলাদেশের মহম্মদ নাদিল সর্দার (২৫) নামে যুবক ও মিঠুন রায় (২৫) গ্রেফতার হয়েছে। তবে মিঠুন ভারতীয়, কিন্তু অভিযোগ সে দালাল।

জানা গেছে, নাদিল ও কাবিল বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। বছর কয়েক আগে এখানে এসেছিলেন। পরে কাবিল তাঁর স্ত্রীকেও নিয়ে আসেন। এখানেই কাজ করে দিন গুজরান করছিলেন তারা। তাদের সন্তানের জন্ম হয় এই দেশেই। এদের কাছ বেআইনি ভারতীয় পরিচয়পত্রও রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা।

POST A COMMENT
Advertisement