Salt Lake Bus Accident: সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুল পড়ুয়ার, বিক্ষোভ-অবরোধ

সল্টলেকে দুই বাসের রেষারেষির জের। প্রাণ গেল এক শিশুর। সল্টলেকের ২ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তারপরই এলাকায়  উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, তৃতীয় শ্রেণীর ওই ছাত্র স্কুল থেকে মায়ের সঙ্গে ফিরছিল। তখনই দুর্ঘটনা।

Advertisement
সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুল পড়ুয়ার, বিক্ষোভ-অবরোধ Saltlake Accident
হাইলাইটস
  • সল্টলেকে দুই বাসের রেষারেষির জের
  • প্রাণ গেল এক শিশুর, এলাকায় উত্তেজনা

সল্টলেকে দুই বাসের রেষারেষির জের। প্রাণ গেল এক শিশুর। সল্টলেকের ২ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তারপরই এলাকায়  উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, তৃতীয় শ্রেণীর ওই ছাত্র স্কুল থেকে মায়ের সঙ্গে ফিরছিল। তখনই দুর্ঘটনা। 

পুলিশ সূত্রে খবর, সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলে পড়ত তৃতীয় শ্রেণির ওই ছাত্র। তাকে নিয়ে বাড়ি ফিরছিল মা। ২ নম্বর গেটের কাছে ২১৫ এ রূপের দুটি বাস রেষারেষি করছিল। একটি বাস পিছন থেকে এসে স্কুটিতে ধাক্কা মারে। মোট ২ স্কুল পড়ুয়া-সহ ৩ জন জখম হন। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে এক শিশু মারা যায় বলে খবর। বাকিদের চিকিৎসা চলছে। 

ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, শোভাবাজার-হাওড়ার দিকে দুটো বাসই যাচ্ছিল। বেশ গতি ছিল গাড়ি দুটোর। 'আমি বাসে উঠি। ওঠার পরই বুঝতে পারি বাস দুটো রেষারেষি করছে। তখন আমি বাস আস্তে চালাতে বলি। কারণ, এমনভাবে ব্রেক কষেছিল যে একজন প্যাসেঞ্জার পড়ে যাচ্ছিল। টিকিট কাটার সময়ই বলেছিলাম, আস্তে চালাতে। তবে ওরা কথা শোনেনি।  স্কুটিতে তিনজন ছিল। একটা বাস বাঁদিকে চেপে দেয়। এর ফলে বাসের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। স্কুটি থেকে তিনজন মাটিতে পড়ে যান। দুজন বাচ্চা ছিল। একজনের বয়স ৫ থেকে ৬ বছর। আর একজনের বয়স হবে ২ থেকে ৩ বছর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তার উপর একাধিক বেসরকারি স্কুল ও হাসপাতাল রয়েছে। লোকের আনাগোনা বেশিই থাকে। তবে সেই তুলনায় পুলিশ কম ছিল। আজ পুলিশ আরও কম ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ কম থাকার কারণেই এই দুর্ঘটনা। পুলিশ সক্রিয় থাকলে এমন দুর্ঘটনা হত না। যদিও পুলিশের তরফে এর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এদিকে এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তা অবরোধ করে। পরে যদিও পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।  

Advertisement

POST A COMMENT
Advertisement