TMC 21 July: একুশে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত তৃণমূল নেতা

একুশে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। 

Advertisement
একুশে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত তৃণমূল নেতাপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • একুশে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল।
  • রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকার ঘটনা।
  • অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। 

একুশে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। 

আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, তাঁর গোডাউন ও ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে।  একুশে জুলাইয়ের মিছিলের জন্য দলীয় খরচ বাবদ তাঁর কাছ থেকে ৫৭ হাজার টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা। নিতাই ঘোষ ফোন-পে'র মাধ্যমে ৪৭ হাজার টাকা দেওয়ার পরেও বাকি ১০ হাজার টাকা দিতে না পারায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 

আক্রান্ত ব্যবসায়ী।
আক্রান্ত ব্যবসায়ী।

মারধরের জেরে তাঁর বুকে ও কানে গুরুতর আঘাত লেগেছে। শুধু তাই নয়, ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া এবং পরিবার-সহ প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল নেতা টিনু, ডাক্তার ও আরও কয়েকজন স্থানীয় কর্মী এই হামলায় যুক্ত। ঘটনার পর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিতাই ঘোষ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা শাহানাজ খান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন 'এটা দলের বিষয় নয়, দু'জনের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে সমস্যা।'


রিপোর্টারঃ দীপক দেবনাথ
 

POST A COMMENT
Advertisement