scorecardresearch
 

CCTV- ফুটেজে বাজিমাত, ভদ্রেশ্বরে পুলিশের জালে টোটো চোর গ্যাং

সিসিটিভি ফুটেজে বাজিমাত। ফুটেজ দেখে শনাক্ত করে টোটো চোর গ্যাংকে ধরে ফেলল ভদ্রেশ্বর থানার পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে পেশ করা হয় আদালতে। তাদের ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। ভদ্রেশ্বর তেলিনিপাড়া বরাবর ঘাট লেনের বাসিন্দা সুরজ পাশোয়ান সে তার নিজস্ব টোটো নিয়ে ভাড়া খাটতে গিয়েছিল বৈদ্যবাটি কাজীপাড়ায়। সেখান থেকে চুরি যায় তাঁর গাড়ি।

Advertisement
ভদ্রেশ্বরে পুলিশের জালে টোটো চোর গ্যাং ভদ্রেশ্বরে পুলিশের জালে টোটো চোর গ্যাং
হাইলাইটস
  • সিসিটিভি ফুটেজে বাজিমাত
  • ফুটেজ দেখে শনাক্ত করে টোটো চোর গ্যাংকে ধরে ফেলল ভদ্রেশ্বর থানার পুলিশ
  • অভিযুক্তকে পাকড়াও করে পেশ করা হয় আদালতে

সিসিটিভি ফুটেজে বাজিমাত। ফুটেজ দেখে শনাক্ত করে টোটো চোর গ্যাংকে ধরে ফেলল ভদ্রেশ্বর থানার পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে পেশ করা হয় আদালতে। তাদের ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। ভদ্রেশ্বর তেলিনিপাড়া বরাবর ঘাট লেনের বাসিন্দা সুরজ পাশোয়ান সে তার নিজস্ব টোটো নিয়ে ভাড়া খাটতে গিয়েছিল বৈদ্যবাটি কাজীপাড়ায়। সেখান থেকে চুরি যায় তাঁর গাড়ি।

কাজিপাড়া থেকে কারসাজি করে প্যাসেঞ্জার টোটো গাড়িটি নিয়ে পালিয়ে যায়। শেওড়াফুলি, চাপদানি এই সব পুলিশ ফাঁড়িতে এই ঘটনার অভিযোগ জানায় সুরজ। তার আগে অনেক জায়গায় খোঁজ করেও টোটো উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে এলাকার সি সি টি ভির ফুটেজ পায় ভদ্রেশ্বর থানার পুলিশ।ওই ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গৌরহাটি টিওপি। 

গভীর রাতে ফাড়ির ভদ্রেশ্বর রামকৃষ্ণপল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে চন্দননগর আদালতে নিয়ে গেলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা আবারও প্রমাণ করল অপরাধীদের ধরতে সিসিটিভি ফুটেজ কতটা সাহায্য করছে। প্রমাণ দিয়ে নিজের গাড়ি নিয়ে যাওয়ার আগে পুলিশকে ধন্যবাদ জানাতে ভোলেনি সুরজ। এ ব্যাপারে চাপদানির পৌর প্রশাসক সুরেশ মিশ্র জানান আগে পুলিশের এমন তৎপরতার সঙ্গে কাজ দেখা যায়নি। এখন অনেক পালটে গেছে। 

Advertisement