হুগলির চন্দননগরে ৬ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরাই তাঁর শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে বলে দাবি করলেন ওই শিশুর বাবা। পুলিশকে এই বিষয়টি জানাবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিশুর বাবা।
চন্দননগরের কুন্ডুঘাট এলাকায় ৬ বছরের এক শিশুর দেহ উদ্ধার ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, দুপুরে ঘরে শিশুকে একা রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তার মা। বিকেলে ঘরে ফিরে শিশুটির মা দেখেন, দোতলার ঘরে সে ঘুমিয় আছে। উঠছে না দেখে ডাকতে যায় তার দিদি। তখনই দেখা যায়, শিশুটির হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় খবর পেয়ে হাসপাতালে যায় চন্দননগর থানার পুলিশ। পরে শিশুটির বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। বৃহস্পতিবার শিশুর দেহের ময়নাতদন্ত করবে।
এই ঘটনায় বৃহস্পতিবার শিশুর বাবা জানান যে, সকালে ঘরের আলমারিতে চাবি ঝুলতে দেখেন। আলমারি তাঁর স্ত্রী খুলেছিলেন কি না, তা জানতে চান শিশুর বাবা। স্ত্রী জানান যে, তিনি খোলেননি। লকারে ৪০ হাজার টাকা ও কিছু গয়না ছিল। সেগুলো পাওয়া যায়নি। শিশুর বাবার অনুমান, বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাতরাই শিশুকে খুন করেছে। এদিন সকালে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়।