রাজ্যে ভ্যাকসিন নিয়ে কাটমানি চলছে, তৃণমূল নেতা মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িত ; দিলীপ ঘোষ
দেবাঞ্জনকে ভাঙিয়ে খেয়েছে তৃণমূল
সুদীপ্ত সেনকে সামনে রেখে যেভাবে তৃণমূল নেতাকর্মীরা করে খেয়েছে ,ঠিক একইভাবে দেবাঞ্জনকে সামনে রেখে বহু তৃণমূল নেতা-কর্মী করে খেয়েছে। টাকার ভাগ পেয়েছে। আজ ফেঁসে গিয়েছে, তাই তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। তবে এই ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িত। সোমবার সকালে শিলিগুড়ির বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ভ্যাকসিন দুর্নীতি নিয়ে তরজা
ভ্যাকসিন দুর্নীতি নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে চলছে জোর তরজা। ইতিমধ্যে ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গত কয়েকদিন ধরে দেবাঞ্জনের সাথে রাজ্যের বেশ কিছু নেতা-মন্ত্রী-পুলিশ আধিকারিকদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা নিয়ে এই এই ভ্যাকসিন দুর্নীতির জল্পনা আরও বাড়ছে।
এবার সরাসরি অভিযোগ
তবে এবার এই ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী জড়িত বলে অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত গত সপ্তাহে উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পরিদর্শনে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই সফরে তিনি বিভিন্ন হিংসা কবলিত এলাকাগুলিতে গিয়ে পরিদর্শন করে সোমবার শিলিগুড়িতে ফেরেন।
কেন্দ্রের টিকা নিয়ে ব্যবসা করছে রাজ্য
এদিন সকালে শিলিগুড়ির বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভ্যাকসিন কাণ্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, গোটা রাজ্যে ভ্যাকসিন নিয়ে যেভাবে সিন্ডিকেট চলছে, তাতে কাটমানি পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিলেও রাজ্য সরকার তা দিয়ে ব্যবসা করছে। এই সরকার ভ্যাকসিন দিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে, তাতে পার্টি ফান্ডে তৃণমূল নেতাদের পকেটে ভরছে।
সিবিআই তদন্ত দাবি
এদিন তিনি আরও বলেন, ঠিক যেমন সুদীপ্ত সেনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীরা করে খেয়েছে। ঠিক একইভাবে দেবাঞ্জনকে সামনে রেখে তৃণমূলের বহু নেতা-কর্মী মন্ত্রী করে খেয়েছেন। টাকার ভাগ পেয়েছে। আজ ফেঁসে গিয়েছে তাই তাকে ঝেড়ে ফেলতে চাইছে। তবে এই দুর্নীতির ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িত। আমরা চাই অবিলম্বে ঘটনা সিবিআই তদন্ত হোক।