এবার DVC-র বিরুদ্ধে 'বাংলা বিরোধিতা' ও 'ষড়যন্ত্রে'র অভিযোগ তুললেন মমতা। দক্ষিণবঙ্গ জুড়ে ভয়াবহ জলমগ্ন পরিস্থিতির জন্য সরাসরি DVC-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে নিজের এক্স (টুইটার) প্রোফাইলে বিস্ফোরক অভিযোগ পোস্ট করেন তিনি। এর আগেও DVC-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তবে এবার যেন তাঁর ভাষা আরও কঠোর, তীব্র। 'কেন্দ্র পরিচালিত সংস্থা' DVC (ড্যামোদর ভ্যালি কর্পোরেশন)-র বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তিনি।
'DVC-র 'বন্যা নিয়ন্ত্রণ' আবারও বাংলাকে 'ডুবিয়ে' দিয়েছে,' পোস্টের শুরুতেই লেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এবারের জল ছাড়ার মাত্রা অতীতের যে কোনও সময়ের তুলনায় 'অভূতপূর্ব'।
তিনি স্পষ্ট বলেন, 'স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরো বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে।' মমতা দাবি করেন, সারা দেশে কেন্দ্র যে বাংলা-বিরোধী বাতাবরণ তৈরি করতে চাইছে, এই জলছাড়া সেই ষড়যন্ত্রেরই অঙ্গ।
DVC-র “বন্যা নিয়ন্ত্রণ" আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব।
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরো বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি…
মুখ্যমন্ত্রী তাঁর দাবির প্রেক্ষিতে পরিসংখ্যানও দেন। লেখেন,
অর্থাৎ, চলতি বছর জল ছাড়ার পরিমাণ গতবারের ১১ গুণ বেড়েছে। ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ বেড়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে 'ম্যান-মেড বিপর্যয়' বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দক্ষিণবঙ্গে বন্যা ঘটানো হয়েছে। ফসল নষ্ট, বাঁধ ভেঙে যাওয়া, রাস্তা ধসে পড়া এবং মানুষের গৃহহীন হয়ে পড়া, এই সবকিছুর পেছনেই DVC-র 'ব্যর্থতা'কে দায়ী করেছেন মমতা।
তিনি লেখেন, 'এর মধ্যে আমি স্পষ্ট ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।'
এর আগেও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ২৮ জুলাই বীরভূমের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, '২০ বছর হয়ে গেল, DVC কোনও ড্রেজিং করেনি। ফলে জলধারণ ক্ষমতা কমেছে।' তাঁর বক্তব্য, ঝাড়খণ্ড যাতে না ডোবে তাই সমস্ত জলই বাংলার দিকে ছেড়ে দিচ্ছে DVC।
তিনি আরও বলেন, 'যদি আগামী এক বছরে DVC ড্রেজিং না করে, আমি নিজেই ওখানে একটা ড্যাম তৈরি করব। যাতে জল সেখানে জমে, বাংলা ডোবে না। এনাফ ইজ এনাফ।'
উল্লেখ্য, চলতি বর্ষায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত। সঙ্গে রয়েছে নিম্নচাপের প্রভাব। সেইসঙ্গে DVC-র জল ছাড়া এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
তবে DVC-এর দাবি, 'জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়।' কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'ঝাড়খণ্ডকে বাঁচাতেই বাংলার দিকে বারবার জল ছাড়ছে DVC।' এবার পুরো বিষয়টিকে 'বাংলা-বিরোধী' ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করলেন মমতা।