scorecardresearch
 

CM Mamata Banerjee: 'ঝড়ে অনেক বাড়ি পড়ে গিয়েছে...' আলিপুরদুয়ারে আবাসের টাকা নিয়েই কেন্দ্রকে টার্গেট মমতার

উত্তরবঙ্গে টর্নেডোর তাণ্ডবে কারও বাড়ির চাল উড়ে, ঘরভেঙে গৃহহীন কয়েক'শ মানুষ। এরই মধ্যে আবাস যোজনার টাকা নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য তরজা। মঙ্গলবার আলিপুরদুয়ারের চালসায় চার্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কেন্দ্রের আবাস বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। 

Advertisement
CM Mamata Banerjee CM Mamata Banerjee

উত্তরবঙ্গে টর্নেডোর তাণ্ডবে কারও বাড়ির চাল উড়ে, ঘরভেঙে গৃহহীন কয়েক'শ মানুষ। এরই মধ্যে আবাস যোজনার টাকা নিয়ে চলছে কেন্দ্র-রাজ্য তরজা। মঙ্গলবার আলিপুরদুয়ারের চালসায় চার্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কেন্দ্রের আবাস বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। 

দুঃখপ্রকাশ করে তিনি বলেন, "ঝড়ে অনেক বাড়ি পড়ে গিয়েছে।" সেই সঙ্গে এও বলেন, "আমরা আবাস তালিকায় নাম পাঠিয়েছিলাম। বলে বলে গলা শুকিয়ে গেছে, কেন্দ্র শোনেনি। এতে শুধু কেন্দ্র টাকা দিত না, আমাদের জমিও দিতে হত, ৪০ শতাংশ টাকাও দিতে হত। আপনারা কাজ না করলে আমরাই করে দেব।" তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত পাহাড়ে ১০ লক্ষ মানুষ বেকার। 

জব কার্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "যখন ওরা ১০০ দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না। আমরা ৪৮ শতাংশ মানুষকে জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি। অনেকে টাকা পাননি। কেন্দ্র না দিলে আমরাই ব্যবস্থা করে নেব। রাজ্য সরকার নিজের উদ্যেোগে ৫০ দিনের কাজ শুরু করেছে।" 

আরও পড়ুন

এছাড়াও, এখানে রাস্তার কাজের টাকাও দেয় না। রাজ্য সরকারের টাকা থেকে আমরা রাস্তা করেছি। ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল এখনও পৌঁছয়নি। তবে ২০২৫-এর মাঝামাঝি বা শেষে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। বলেন, 'আদর্শবিধি উঠলে সব কাজ করে দেওয়া হবে। আমি যখন আসি চোখ খোলা থাকে। আমি কখনও গাড়িতে শুই না। সব দেখি কোথায়, কী কাজ হয়েছে।'

সোমবার ঝড়ে বিধ্বস্ত আলিপুরদুয়ারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারের বেশকিছু এলাকাও ঘুরে দেখেন। আলিপুরদুয়ারের ৬ মাইলের একটি প্রাথমিক স্কুলের ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলেন।

Advertisement

Advertisement