বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মোদী সরকারকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাশলেশ ইকোনমিতে কোনও উন্নয়ন হবে না বলে দাবি মমতার। ডিজিটাল-ইন্ডিয়া নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করে মমতা এদিন বলেন, "ক্যাশলেশ প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।"
মোদী সরকারকে আক্রমণ করে তাঁর দাবি, "অর্থনীতির উন্নয়নে গ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যাশলেশ লেনদেন দরিদ্র, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য অসুবিধাজনক।"
তাঁর দাবি, বরং ক্ষুদ্র ও কুটির শিল্প অনেক বেশি কর্মসংস্থান তৈরি করে। তাঁর মতে, ক্ষুদ্র শিল্পও কর্মসংস্থান তৈরি করতে পারে। মমতা বলেন, "এখন ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। যা থেকে চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।"
তাঁর মতে, ভারতে কর্মসংস্থান কমেছে, বাংলায় বেড়েছে কর্মসংস্থান'। তিনি আরও বলেন, “ভারতে কর্মসংস্থান কমেছে, বাংলায় বেড়েছে। ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে, অথচ বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪২ শতাংশ। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্মশিল্প থেকে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।”
সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন প্রথম সারির বহু শিল্পপতিরা। সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এ রাজ্যের শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ তথ্য সামনে এল।