মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে 'দুর্যোধন', দুঃশাসন বলে আক্রমণ মমতার। আর্থিক বঞ্চনা থেকে SIR, গীতাপাঠের অনুষ্ঠান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেন মুখ্যমন্ত্রী।
এদিন শাহকে আক্রমণ করে মমতা বলেন, "দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি ভয়ঙ্কর। তিনি করতে পারেন না এমন কোনও কাজ নেই। তাঁর দু'চোখে দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখ তাঁর দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। তিনি বলে দেন বাংলাদেশি, রোহিঙ্গা বলে বাদ দিয়ে দেন।"
মমতার হুঁশিয়ারি, "বিহার পারেনি, বাংলা পারবে। সে আপনি ইডি, সিবিআই, বিএসএফ, সিআইএসএফ লাগান.... কেউ আটকাতে পারবে না। এটা দেশের পক্ষে ভালো নয়। যদি কারও দুটো কান থাকে, তার একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই নেই। চোখেও দেখে না। মানুষ কী বলছে জানতেও চায় না। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না।"
এদিন ফের বিজেপির গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, "গীতাপাঠ তো আমরা বাড়িতে সবাই করি। এর জন্য পাবলিক মিটিং করার কী আছে? আমরা মিলেমিশে দুর্গাপুজো করি। ধর্ম মানে ভাগাভাগি নয়। বিজেপি যারা গীতাপাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। ভোট করছে লুট, বলছে ঝুঠ।"
মমতার আরও দাবি, বাংলা থেকে কাউকে তাড়ালে কীকরে নিয়ে আসতে হয় জানি। ২০২৯ পর্যন্ত ওরা সরকার চালাতে পারবে না বলে দাবি করেন মমতা। বলেন, তার আগেই সরকার থেকে চলে যাবে।