বিধানসভায় তুমুল হট্টগোল। বিজেপির সঙ্গে শাসক দলের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ওয়েলে নেমে বিধায়কদের শান্ত থাকতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে বিধানসাভয় বিজেপিকে 'চোর চোর' স্লোগান দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর রাগে মুখ ফুলিয়ে বসে পড়েন তিনি।
বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, "এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি সবটা জানতে পারে তাহলে মুখোশ খুলে যাবে। এরা গদি চোর, ভোট চোর। সবচেয়ে বড় ডাকাত দল, ভোট চোরেদের দল, বাঙালিদের ওপর অত্যাচার করার দল, সন্ত্রাস করা, অত্যাচারী দল। বিজেপি দেশের লজ্জা। আমি তীব্র ধিক্কার জানাই। বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য। এমন একদিন আসবে একটা বিজেপিকেও বিজেপির মানুষ দেখতে চাইবে না। সব হারবে। বাংলায় জেতা যায় না। একই জিনিস পার্লামেন্টে দেখেছি আমাদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে। এই বাংলা নবজাগরণের বাংলা, আম্বেদকরের বাংলা....।"
বিজেপির হট্টগোলে মমতা এদিন বলেন, "এরা আলোচনা চায় না। বাংলা ভাষার ওপর অত্যাচার করে। এরা অ্যান্টি বেঙ্গলি। যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায় তাই অনেকক্ষণ ধরে শাসক দলকে শান্ত থাকতে বলেছি। শান্তি বজায় রাখা দু'পক্ষের কাজ। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনে চলুন। কাগজ ছুড়ছেন এটা অনৈতিক।"
এদিন বক্তব্যের মাঝেই মমতা বলেন, ‘আর নেই দরকার। মোদীর সরকার। মানুষ আপনাদের গদিচ্যুত করবে। বিজেপির বিধায়কদের ধিক্কার জানাই।’ ভিন রাজ্যে বাঙালিদের উপরে ‘হেনস্থা’ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বৃহস্পতিবার। এই অধিবেশন শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বার বার সকলকে শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন। তা সত্ত্বেও BJP বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আসন ছেড়ে উঠে পড়েন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে, BJP বিধায়কদের বিধানসভা কক্ষের বাইরে বের করে দেওয়ার জন্য মার্শালকে নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হয়।