Holiday in Viswakarma Puja: আরও একটি বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগেই, বড় ঘোষণা মমতার

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। আরও বাড়ল ছুটির দিন। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। বুধবার জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আরও একটি বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগেই, বড় ঘোষণা মমতারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। আরও বাড়ল ছুটির দিন। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। বুধবার জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "পরিযায়ী শ্রমিকদের সম্মানে এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি থাকবে। আমরা চাই আমাদের শ্রমিকরা ভালোভাবে পুজো করুক, তারা ছুটিটা পাক।" 

বাংলা ভাষা বলায় বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পরিযায়ী শ্রমিকদের বিতাড়ন ও বাংলাদেশি তকমা ইস্যুতে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে৷ এবার তাদের সম্মানে একটি ছুটির দিনই ঘোষণা করে দিলেন মমতা৷ পুজোর আগে আরও একটি দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

উত্তরবঙ্গে তিনদিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন৷ এদিন তিনি জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করেন৷ বিরসা-মুন্ডার জন্মবার্ষিকী, হুল দিবস ও করম পুজোয় সরকারি ছুটির পর এবার বিশ্বকর্মা পুজোয় রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন৷

পাশাপাশি যাঁদের আধার কার্ড নেই, তাঁদের দুয়ারে সরকারের মাধ্যমে আধার করে দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেন তিনি৷ বলেন, ‘‘দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করে দিতে বলব জেলাশাসককে৷ নাহলে সমস্যা হবে৷’’ এদিন নেপাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী।  

POST A COMMENT
Advertisement