Mamata Banerjee: কেন এখনও SIR ফর্ম ফিলআপ করেননি? নিজেই জানালেন মমতা

বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ডেডলাইন। এই সময়ের মধ্যে সকলকে SIR ফর্ম ফিলআপ করে জমা করতে হবে। অথচ এখনও নিজের ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ফর্ম জমা করেননি তিনি? নিজেই জানালেন সে কথা।

Advertisement
কেন এখনও SIR ফর্ম ফিলআপ করেননি? নিজেই জানালেন মমতামমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • SIR ফর্ম ফিলআপ করার ডেডলাইন আজ শেষ

এখনও পর্যন্ত নিজের SIR ফর্ম ফিলআপ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়। অথচ বৃহস্পতিবারই শেষ হচ্ছে SIR ফর্ম ফিলআপ এবং জমা করার ডেডলাইন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে বারবার ঘোষণা করা হচ্ছে, যারা যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেননি, তারা যেন এদিন রাত ১২টার আগেই সে কাজ করে ফেলেন। কিন্তু মুখ্যমন্ত্রী কেন এখনও SIR ফর্ম ফিলআপ করেননি? নিজেই জানালেন সে কথা।

ফর্ম ফিলআপ করেননি মমতা 
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যথাসময়ে ভবানীপুরের BLO গিয়ে SIR ফর্ম পৌঁছে দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছেন, বাংলার সমস্ত মানুষ যতদিন না পর্যন্ত SIR-এর ফর্ম ফিলআপ করে জমা করবেন, সকলের এই প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হবে, তিনি নিজের ফর্ম ফিলআপ করবেন না। এদিন নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখনও SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি। 

কেন ফর্ম ফিলআপ করেননি? 
মমতা নিজেই সে প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর কথায়, 'শুনুন আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভালো।’ একইসঙ্গে কটাক্ষের সুরে মমতা বলেন, 'ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি দেশের নাগরিক কি না। এত খিদে ভোটের দু’মাস আগে SIR করছে।'

 

POST A COMMENT
Advertisement