scorecardresearch
 

সবাই দেবেন ইস্তফা? মন্ত্রিসভা ঢেলে সাজানোর প্ল্যান মমতার

মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকেই ফিরেই ঢেলে মন্ত্রিসভা সাজাবেন মুখ্যমন্ত্রী। সব মন্ত্রীদের ইস্তফা দিতে নির্দেশ দিয়ে নতুন করে মন্ত্রিসভা গোছাবেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়

মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকেই ফিরেই ঢেলে মন্ত্রিসভা সাজাবেন মুখ্যমন্ত্রী। সব মন্ত্রীদের ইস্তফা দিতে নির্দেশ দিয়ে নতুন করে মন্ত্রিসভা গোছাবেন মুখ্যমন্ত্রী। 

এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে পার্থকে সব দফতরের মন্ত্রিপদ থেকে সরানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব সব দলীয় পদ থেকে সরিয়ে পার্থকে দল সাসপেন্ড করেছে। এখন প্রশ্ন হল, পার্থকে ক্যাবিনেট থেকে সরানোর পরে কী পদক্ষেপ করতে চলেছেন মমতা?

সবাই দিতে পারেন ইস্তফা

প্রসঙ্গত, পার্থর অপসারণের পরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও সরানো হবে না। সূত্রের খবর, পরেশ অধিকারীকেও মন্ত্রিসভা থেকে অপসারণ করতে চলেছে মুখ্যমন্ত্রী। তবে একেবারে ঢালাও রদলবদলের দিকেই হাঁটতে চলেছেন মমতা। সেক্ষেত্রে কামরাজ প্ল্যান টাইপ কিছু একটা ঘটবে। সম্ভবত, সব মন্ত্রীই ইস্তফা দেবেন। সব মন্ত্রিত্ব যাবে মুখ্যমন্ত্রীর কাছে। তারপর নতুন করে মন্ত্রিসভা গঠন করবেন মমতা। 

সত্‍ ভাবমূর্তিতে জোর

সন্দেহভাজন মন্ত্রীদের বসিয়ে দেওয়া হবে। কিছু নতুন মুখ আসবে মন্ত্রিসভায়। এমনকী লোকসভা ও রাজ্যসভার সদস্যকেও নতুন মন্ত্রিসভায় আনা হতে পারে। কোনও একটি বিধানসভা উপনির্বাচনে জিতিয়ে। আপাতত কলকাতায় একটি বিধানসভা উপনির্বাচনই বাকি আছে। নতুন  সত্‍ ভাবমূর্তির অফিসারদের শিক্ষা দফতরে আনা হতে পারে।

একই সঙ্গে অভিষেক ও মমতা দলীয় সংগঠনেও বড় রদবদল আনার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, জেলা সভাপতিদের পরিবর্তন করা হবে। বেশি করে যুব সম্প্রদায়কে তুলে আনা হবে। এই সব রদবদল কবে হবে? ED বা সিবিআই স্ক্যানারে আরও কয়েকজন নেতা, মন্ত্রী আসতে পারে বলে খবর। 

Advertisement