CM Mamata Banerjee: শালবনীতে অবশেষে হচ্ছে জিন্দলদের তাপবিদ্যুত্‍ কেন্দ্র? মমতা যাচ্ছেন শিলান্যাসে

শালবনী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাঁর পশ্চিম মেদিনীপুর রওনা হওয়ার কথা। জিন্দল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি। থাকতে পারেন জিন্দল গোষ্ঠীর এমডি সজ্জন জিন্দলও। 

Advertisement
শালবনীতে অবশেষে হচ্ছে জিন্দলদের তাপবিদ্যুত্‍ কেন্দ্র? মমতা যাচ্ছেন শিলান্যাসেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শালবনী যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাঁর পশ্চিম মেদিনীপুর রওনা হওয়ার কথা। জিন্দল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি। থাকতে পারেন জিন্দল গোষ্ঠীর এমডি সজ্জন জিন্দলও। 

সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজেই শালবনী যাওয়ার কথা জানিয়েছিলেন। সব ঠিকঠাক থাকলে ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। তারপর ২২ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন দমকল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে।

জিন্দলদের সিমেন্ট কারখানা তৈরির পর বিপুল পরিমাণ জমি ছিল। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সেই জমিতেই দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল। সেই মতো ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়। এবার এই প্ল্যান্টেরই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, ২২ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও জেলা পুলিশ প্রশাসনের তরফে এখনও তা নিশ্চিত করা হয়নি। তবে দলীয় সূত্রে একথা জানা গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভিতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেইমতো চলছে প্রস্তুতি।
 

POST A COMMENT
Advertisement