Mamata Banerjee: পরিচয়পত্র থেকে ব্যাকগ্রাউন্ড চেক, সরকারি হাসপাতালের নিরাপত্তায় যে যে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালগুলিতে সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠক হয় নবান্নে। শনিবার বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পর্যায়ের বৈঠকে রোগী, চিকিৎসক- স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
পরিচয়পত্র থেকে ব্যাকগ্রাউন্ড চেক, সরকারি হাসপাতালের নিরাপত্তায় যে যে নির্দেশ মুখ্যমন্ত্রীরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি হাসপাতালগুলিতে সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠক হয় নবান্নে। শনিবার বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পর্যায়ের বৈঠকে রোগী, চিকিৎসক- স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালগুলিতে পর্যাপ্ত সিসিটিভি আছে। তবে তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। সিসিটিভি ঠিক করে মনিটর হয় না বলে এ ধরনের ঘটনা ঘটছে।” তাঁর নির্দেশ, প্রতিটি হাসপাতালে সিসিটিভির নজরদারি বাড়াতে হবে। নিরাপত্তারক্ষীদের নিয়োগকারী এজেন্সিগুলির কাজের মান খতিয়ে দেখতে হবে। যাঁরা নিরাপত্তার কাজে যুক্ত হচ্ছেন, তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। সমস্ত স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র দেখানো আবশ্যিক করা হোক।

জানা যায়, এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, সুপার, প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারেরা।

উল্লেখ্য, সম্প্রতি উলুবেড়িয়া মেডিকেল কলেজ চিকিৎসক নিগ্রহ ও ও এসএসকেএম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে রাজ্যজুড়ে ক্ষোভ তৈরি হয়। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এসএসকেএম ঘটনার পর নবান্ন আরও কঠোর পদক্ষেপ নেবে বলে সূত্রের খবর।

POST A COMMENT
Advertisement