Weather Update: আগামী কয়েকদিনে ঠান্ডা বাড়বে না কমবে? রইল হাওয়া অফিসের আপডেট

দুর্গাপুজোয় মোটামুটি আবহাওয়া ভালই ছিল। কালীপুজোতেও তেমনটাই থাকবে। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যবারের তুলনায় এবারের কালীপুজোয় বেশ ভালই শীতের আমেজ থাকবে বলে মনে করা হচ্ছে। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।‌

Advertisement
আগামী কয়েকদিনে ঠান্ডা বাড়বে না কমবে? রইল হাওয়া অফিসের আপডেটWeather Update
হাইলাইটস
  • দুর্গাপুজোয় মোটামুটি আবহাওয়া ভালই ছিল। কালীপুজোতেও তেমনটাই থাকবে।
  • অন্যবারের তুলনায় এবারের কালীপুজোয় বেশ ভালই শীতের আমেজ থাকবে বলে মনে করা হচ্ছে।
  • মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।‌

দুর্গাপুজোয় মোটামুটি আবহাওয়া ভালই ছিল। কালীপুজোতেও তেমনটাই থাকবে। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যবারের তুলনায় এবারের কালীপুজোয় বেশ ভালই শীতের আমেজ থাকবে বলে মনে করা হচ্ছে। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।‌

এদিন নয়া আপডেটে আবহাওয়া দফতর জানিয়েছে, 'উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। আরও দু' ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে। বুধবার থেকে রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বাংলায়।'

আগামী বুধবারের মধ্যে কলকাতায় আরও দু' ডিগ্রি তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। কলকাতার তাপমাত্রায় আগামী ৫ দিন শীতের আমেজ থাকবে। সকালের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দিনেরবেলায় তাপমাত্রা আগের মতোই কিছুটা গরম থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি করে অনুভূত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। আগামী তিন-চার দিন শীতের আমেজ একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গেও শীতের আমেজ থাকবে। আগামী ৫ দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। সকাল ও সন্ধ্যায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই  শীতের আমেজ থাকবে।

POST A COMMENT
Advertisement