scorecardresearch
 

'সাগর থেকে পাহাড় যাত্রা', TMC ছাড়া সমস্ত বিজেপি বিরোধীদের আমন্ত্রণ অধীরের

মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানান, 'যারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রখতে চায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চায়, ভারতবর্ষের গণতন্ত্র- ধর্মনিরপেক্ষতাকে যারা বাচাতে চায়, তাদের উচিত ভারত জোড়ো যাত্রাকে সমর্থন করা। সেই লক্ষে আমার সেই রাজনৈতিক মতাদর্শে বিশবাস করে যে সমস্ত দল তাদের আমন্ত্রণপত্র পাঠাব, অন্তত ২৩ তারিখ আমর যখন কার্শিয়াংয়ে যাব, সেই শেষ অনুষ্ঠানে তারা যেন অংশগ্রহণ করে পদযাত্রাকে সমর্থন জানায়, ভারত জোড়ো যাত্রাকে সমর্থন জানায়।' 

Advertisement
অধীর চৌধুরী অধীর চৌধুরী
হাইলাইটস
  • ২৩ তারিখ সাগর থেকে পাহাড় যাত্রার সমাপ্তি
  • বিজেপি বিরোধী সমস্ত দলকে আহ্বান অধীরের
  • চিঠি দেওয়া হবে না তৃণমূলকে

'ভারত জোড়া যাত্রা'র (Bharat Jodo Yatra) সমর্থনে রাজ্যে সাগর থেকে পাহাড় যাত্রা কর্মসূচির শেষদিনে বিজেপি বিরোধী দলগুলিতে সামিল হওয়ার আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এর জন্য সমস্ত রাজনৈতিক দলকে চিঠি আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হবে বলেও জানান অধীরবাবু। তবে তৃণমূলকে কোনও চিঠি পাঠানো হবে না বলেও জানান তিনি। 

মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানান, 'যারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রখতে চায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চায়, ভারতবর্ষের গণতন্ত্র- ধর্মনিরপেক্ষতাকে যারা বাচাতে চায়, তাদের উচিত ভারত জোড়ো যাত্রাকে সমর্থন করা। সেই লক্ষে আমার সেই রাজনৈতিক মতাদর্শে বিশবাস করে যে সমস্ত দল তাদের আমন্ত্রণপত্র পাঠাব, অন্তত ২৩ তারিখ আমর যখন কার্শিয়াংয়ে যাব, সেই শেষ অনুষ্ঠানে তারা যেন অংশগ্রহণ করে পদযাত্রাকে সমর্থন জানায়, ভারত জোড়ো যাত্রাকে সমর্থন জানায়।' 

সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে (TMC) কি চিঠি পাঠান হবে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, 'তৃণমূল কংগ্রেসকে তো রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজে পার্লামেন্টে চিঠি দিয়েছেন। মনে মনে তারা জানে যে রাহুল গান্ধী ঠিক কাজ করছেন। কিন্তু দিদির রক্তচক্ষুকে উপেক্ষা করে কারও তো কিছু করার নেই। তাই স্বাভাবিকভাবে তারা আসবে না ধরে নিয়েই আমার এগোবো। চিঠি পাঠানোর প্রয়োজনীয়তা এই কারণেই সেই, কারণ তারা তাদের বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে জানিয়ে দিয়েছে। তাই যেটা আমাদের কাছে প্রকাশ্য, তার জন্য আর দাবি দাওয়া আবেদন করতে যাবে না কংগ্রেস।'  

অধীর চৌধুরীর এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু (Santanu Sen) সেনের প্রতিক্রিয়া, '২১৫টি আসন পাওয়া কোনও রাজনৈতিক দল শূন্য আসনযুক্ত কোনও রাজনৈতিক দলের আমন্ত্রণের আশায় বসে থাকে না। বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস প্রতিটা নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে আগের চেয়ে বেশি ভোটে জয়ী হচ্ছে। ভারত জোড়ার আগে দলটাকে ভাল করে জুড়ে রাখুন।'

Advertisement

আরও পড়ুন - ১৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, ফের পারদ চড়ার পূর্বাভাস, কবে থেকে?


 

Advertisement