Koustav Bagchi Delisted of Party Spokesperson: কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কিছুতেই মানতে পারছেন না কৌস্তভ বাগচী। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে বিষোদগার করছিলেন। কয়েকদিন আগেই আবার সাফ লিখেছিলেন সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করার জন্য নাকি দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তাতে তিনি বিশেষ পাত্তা দিতে রাজি ছিলেন না। লিখেছিলেন, ‘তৃণমূল আমাদের চোখে চোর ছিল, থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবে না।’ এবার সেই কৌস্তভই কংগ্রেসের মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়লেন।
সেজন্যই কি বাদ পড়লেন তিনি? জোরালো হয়েছে সেই প্রশ্ন। ওয়াকিবহাল মহলের ধারণা, লাগাতার দল ‘বিরোধী’ কাজের জন্যই কোপে পড়েছেন কৌস্তভ। বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করছিলেন কৌস্তভ। দলের লাইন নিয়ে তুলছিলেন তিনি। তাতে কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি ছিল। একসময়ে দলের প্রিয় পাত্র এখন ব্রাত্য।
নাম না করেই ২০ অগস্ট তোপ দেগেছিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেছিলেন, “আমাদের দলে অনেক বিপ্লবী আছে। তাঁরা কে কোথায় কী পোস্ট করছে তা আমাদের পক্ষে সব সময় জানা সম্ভব নয়। প্রয়োজনে ব্যবস্থা নেব।” তারপর থেকেই বাড়ছিল গুঞ্জন। তবে তারপরেও নিজের অবস্থানে অনড় ছিলেন কৌস্তভ। জোট নিয়ে বারবার ব্যক্ত করেছেন নিজের আপত্তি।
সূত্রের খবর, কানহাইয়া কুমার মহাজাতি সদনে এলে সেই সভায় গোলমাল পাকান কৌস্তভ। বিষয়টিতে ক্ষুব্ধ হন কানহাইয়া। তাঁকে ছাত্র পরিষদের যে সমস্ত লোকজন বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন তাঁদের কাছেও ক্ষোভ প্রকাশ করেছিলেন কানহাইয়া। এরইমধ্যে এবার কৌস্তভের বিরুদ্ধে নেমে এল খাঁড়া। অনেকের অভিযোগ তিনি আসলে বিজেপিতে যাওয়ার চেষ্টায় আছেন। সেজন্যই এসব করছেন।