প্রতীকী ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তাদুইজনের নাম প্রায় এক। সে হতেই পারে। কিন্তু তাই বলে তাঁদের ভোটার কার্ডের EPIC নম্বরও এক? এমনই অঘটন ঘটল কোচবিহারের শীতলকুচিতে। প্রায় একই নামের দুই ব্যক্তিকে একই ভোটার নম্বর দেওয়া হয়েছে।SIR আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, নম্বর বিভ্রাটের মাঝে এক ব্যক্তি, অপরজনের SIR ফর্ম কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম। দুই বাসিন্দার নাম মেহেবুব আলম এবং মাহবুব আলম। নামের বানান ও উচ্চারণ প্রায় এক। তবে তাঁদের বাবার নাম আলাদা। কিন্তু দেখা যাচ্ছে, দুই ব্যক্তিরই ভোটার (EPIC) কার্ডে একই নম্বর রয়েছে: YSL2474328।
অভিযোগ মেহেবুব গিয়ে মাহবুবের SIR ফর্ম কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।
মেহেবুব আলমের ব্যাকগ্রাউন্ড প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে বাম আমলে মেহেবুব বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। পরে তিনি ভারতের ভোটার আইডি পেয়ে যান। তারপর কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে চলে যান।
শুধু তাই নয়, শীতলকুচির এক মহিলাকে তিনি বিয়েও করেছেন। বর্তমানে গ্রামে তাঁর শ্বশুরবাড়িতেই থাকেন।
এদিন মেহেবুব মাহবুবের SIR ফর্ম বলপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এদিকে বিষয়টি জানতে পেরেই স্থানীয়রা তাঁকে আটকে দেন। শুরু হয় তুমুল বচসা।
এপিক নম্বরের বিষয়টি প্রকাশ্যেই আসতেই সকলে প্রশাসনিক রেকর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কীভাবে দুই ব্যক্তিকে একই ইপিক নম্বর দেওয়া হল, সেই প্রশ্নই তুলছেন তাঁরা।