Coochbehar : একাধিক বিয়ে জামাইয়ের, গাছে বেঁধে মার শ্বশুরবাড়ির সদস্যদের

অভিযোগ, প্রসেনজিৎ আট বছর আগে এক মহিলাকে বিয়ে করে। তার প্রথম পক্ষের স্ত্রী'র দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই ওই যুবক রানিরহাটের এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করে বলে অভিযোগ।

Advertisement
একাধিক বিয়ে জামাইয়ের, গাছে বেঁধে মার শ্বশুরবাড়ির সদস্যদের জামাইকে গাছে বেঁধে মার
হাইলাইটস
  • একাধিক বিয়ে করার অভিযোগে জামাইকে মারধর
  • ঘটনা কোচবিহারের মেখলিগঞ্জের
  • দুটি বিয়ের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত

একাধিক বিয়ে করার অভিযোগে জামাইকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখল শ্বশুরবাড়ির লোকজন। ঘটনা কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটের। অভিযুক্তের নাম প্রসেনজিৎ রায়। তার বাড়ি মেখলিগঞ্জের খেতাবেচা এলাকায়। 

অভিযোগ, প্রসেনজিৎ আট বছর আগে এক মহিলাকে বিয়ে করে। তার প্রথম পক্ষের স্ত্রী'র দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই ওই যুবক রানিরহাটের এক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করে বলে অভিযোগ। সেই পক্ষের দেড় বছরের এক কন্যা সন্তানও রয়েছে। 

আরও পড়ুন : বিহার: কিশোরীকে গণধর্ষণ-খুন, খুবলে নেওয়া হয়েছে চোখও

সম্প্রতি,  প্রসেনজিতের প্রথম বিয়ের কথা জানতে পারে দ্বিতীয় স্ত্রী। এরপর সে প্রসেনজিতের সঙ্গত্যাগ করে বাপের বাড়ি চলে আসে। রবিবার দ্বিতীয় পক্ষের স্ত্রী'কে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে যায় প্রসেনজিৎ। তখনই তাকে দড়ি দিয়ে গাছের মধ্যে বেঁধে রাখে শ্বশুরবাড়ির লোকজন। করা হয় মারধরও। 

প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের স্ত্রী'র পরিবারের এক সদস্য জানান, এর আগেও প্রসেনজিৎ তাদের বাড়ি এসেছে। এদিনও সে আসে মদ্যপ অবস্থায় ও গালিগালাজ করে। প্রসেনজিৎ যে প্রথমে বিয়ে করেছিল, সেই বিষয়টি তাদের জানা ছিল না। সম্প্রতি জানতে পারেন। ওই ব্যক্তির আরও দাবি, প্রসেনজিৎ তাকে খুনের হুমকি দিয়েছে। 

 

POST A COMMENT
Advertisement