scorecardresearch
 

মোদী-শাহ যেসব জায়গায় সভা করেছেন সেখানে কেমন ফল করল বিজেপি?

একুশের ভোটে বাংলাকে পাখির চোখ করে প্রচারের ময়দানে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাঁরা ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। করেন সভা-সমাবেশ। মোদী ও শাহ যেখানে যেখানে সভা করেছেন সেসব জায়গায় কেমন ফল করেছে গেরুয়া শিবির?

Advertisement
MODI MODI
হাইলাইটস
  • মোদী ও শাহর সভা প্রভাবে ফেলেছে বিজেপির ভোটবাক্সে?
  • কলকাতা বাদে প্রায় সব জায়গাতেই সভা করেছেন মোদী-শাহ
  • উত্তরবঙ্গে ভালো ফল করলেও দক্ষিণবঙ্গে দাগ কাটতে পারেনি মোদী-শাহর জনসভা

একুশের ভোটে বাংলাকে পাখির চোখ করে প্রচারের ময়দানে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাঁরা ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। করেন সভা-সমাবেশ। মোদী ও শাহ যেখানে যেখানে সভা করেছেন সেসব জায়গায় কেমন ফল করেছে গেরুয়া শিবির? 

ফেব্রুয়ারি মাসে বাংলায় ৩ বার এসেছিলেন প্রধানমন্ত্রী। মার্চে ৫ বার। ৮ বার এসেছিলেন এপ্রিলে। সেখানে অমিত শাহ গত ৩ মাসে প্রায় প্রতি সপ্তাহেই রাজ্য়ে এসেছিলেন। কিন্তু, ভোট বাক্সে তার সুফল তেমন পায়নি গেরুয়া শিবির। ভোটের ফলাফল সেকথায় প্রমাণ করছে। 

বীরভূমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন মোদী। তারপর সেখানে এসেছিলেন অমিত শাহও। করেছিলেন রোড শো। কিন্তু, তারপরও এই জেলায় দাগ কাটতে পারেনি পদ্ম শিবির। জেলার মোট ১১টি আসনের মধ্যে তারা পেয়েছে কেবলমাত্র দুবরাজপুর আসনটি। 

যদিও উত্তরবঙ্গে মোদী ও শাহর যাওয়ার প্রভাব পড়েছে। শিলিগুড়িতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে জিতেছেন বিজেপি প্রার্থী। আবার মোদী-শাহর সভা প্রভাব ফেলতে সক্ষম হয়েছে কোচবিহারের ফলাফলে। সেই জেলায় ৭টি আসন পেয়েছেন তাঁরা। 

মতুয়াদের মন পেতে বাংলাদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত বনগাঁ আসনটি পেয়েছে বিজেপি। কিন্তু, বারাসত বা ব্যারাকপুর আসন দখল করতে পারেনি। 

দক্ষিণ ২৪ পরগনায় মোদী-শাহ সভা করলেও তার প্রভাব পড়েনি। এই জেলায় বিজেপি একাধিক আসনে দ্বিতীয় স্থানে থাকলেও একটিও আসন পায়নি। হাওড়া জেলায় দু’টি সভা করেন মোদী একটি উলুবেড়িয়ায় ও অপরটি ডুমুরজলায়।  উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ দুই আসনেই জয়ী তৃণমূল। নদিয়ার কৃষ্ণনগরেও সভা করেছেন মোদী। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায় জিতলেও বিজেপি হেরেছে দক্ষিণ আসনটিতে। এই জেলার কল্যাণীতেও সভা করেছেন মোদী। এই জেলায় ১৭-র মধ্যে পেয়েছেন মাত্র ৮টি। মোদী সভা করেছেন পশ্চিম বর্ধমানে আসানসোলের কাছে তালিত ও উত্তর ২৪ পরগনার বারাসতে। আসানসোল দক্ষিণে বিজেপি জিতলেও হেরেছে উত্তরে। আর বারাসতেও পরাজিত বিজেপি।

Advertisement

কলকাতায় ফেব্রুয়ারিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বাদ দিলে আর সভা করতে পারেননি মোদী। করোনার কারণে সভা বাতিল করতে হয় তাঁকে। অমিত শাহও রোড শো বাতিল করেন। কলকাতা থেকে একটিও আসন জেতেনি বিজেপি। 

মোদী সভা করেছিলেন বাঁকুড়া ও পুরুলিয়াতে। এই ২ আসন বাদ দিলে ওই জেলাগুলির বাকি আসনে ফল খারাপ করেছে বিজেপি। 

Advertisement