বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগে গ্রেফতার করা হল কাউন্সিলর চিরঞ্জিত্ বিশ্বাসকে। রবিবার রাতে চিরঞ্জিত্কে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। আজ অর্থাত্ সোমবার তাকে আদালতে তোলা হচ্ছে। রবিবার ওই কাউন্সিলরের বাড়ির সামনে ধর্না বিক্ষোভ শুরু করেন এক মহিলা।
দীর্ঘ একবছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস
দাবি করেন, দীর্ঘ এক বছর ধরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে বারবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে চিরঞ্জিত্। ওই সম্পর্কের জন্য বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতেও থাকতে হয়েছে তাঁকে। কিন্তু সম্প্রতি কাউন্সিলের তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে না। এমনকি মহিলাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কাউন্সিলরের বাড়ির সামনে রবিবার ধর্নায় বসেন অভিযোগকারী মহিলা
বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত্ বিশ্বাস। ওই কাউন্সিলরের বাড়ির সামনে রবিবার ধর্নায় বসেন অভিযোগকারী মহিলা। পরে তিনি বনগাঁ থানায় অভিযোগ জানান। এই বিষয়ে অভিযোগকারী মহিলা বলেন, 'চিরঞ্জিত্ বিশ্বাস দীর্ঘ এক বছর ধরে আমার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। ওর কথাতেই আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়াবাড়িতে এসে থাকছি। কিন্তু সাম্প্রতি ও আর যোগাযোগ রাখছে না। আমি যোগাযোগ করার চেষ্টা করলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। চিরঞ্জিত্ বিশ্বাসের শাস্তি হোক। শাসকদলের নাম ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে চিরঞ্জিত্। যদি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত্ বিশ্বাস। তার বক্তব্য, AI ব্যবহার করে তার ছবি নকল করা হয়েছে।
বিজেপি ফাঁসাচ্ছে, দাবি অভিযুক্ত কাউন্সিলরের
আজ সকালে পুলিশের গাড়িতে তোলার সময়েও অভিযুক্ত দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। বলেন, 'বিজেপি থেকে ফাঁসানো হয়েছে। পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে। মিথ্যা অভিযোগে আমাকে তুলে নিয়ে আসা হয়েছে।' বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, ‘ওই কাউন্সিলরের মাথায় জেলা তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে।’