Advertisement

By-Elections Result LIVE: উত্তরবঙ্গে বড় জয় শাসকদলের, ধূপগুড়ি বিধানসভা তৃণমূলের

Aajtak Bangla | কলকাতা | 08 Sep 2023, 2:21 PM IST

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের গণনা। আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটে ব্যবহার করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

ধূপগুড়ি দখল করল তৃণমূলধূপগুড়ি দখল করল তৃণমূল

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের গণনা। আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। ভোটে ব্যবহার করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

2:21 PM(2 years ago)

ধূপগুড়িতে সবুজ ঝড়

Posted by :- Arindam

ধূপগুড়ি দখল করল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৮৮৩ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতলেন ধূপগুড়িতে।

2:01 PM(2 years ago)

সপ্তম রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূল

Posted by :- Madhurma Dev

সপ্তম রাউন্ড শেষ। ২৯৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। এখনও পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোট ৬৯৫০৯, তৃণমূল ৭২৪৪০, বাম-কংগ্রেস জোট ১০০৬২।

1:21 PM(2 years ago)

ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

ষষ্ঠ রাউন্ডের শেষেও বিজেপিকে পিছনে রেখে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র। ষষ্ঠ রাউন্ডের গণনার পর তাঁর প্রাপ্ত ভোট ৬২,৬০২। গেরুয়া শিবিরের তাপসী পেয়েছেন ৫৮,৮২৯টি ভোট। অর্থাৎ, ৩৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল।

এগিয়ে তৃণমূল কংগ্রেস

 

1:00 PM(2 years ago)

ঘোসিতে অনেক এগিয়ে সপা

Posted by :- Arindam

উত্তরপ্রদেশের ঘোসিতে সমাজবাদী পার্টি প্রার্থী ১১ রাউন্ড গণনার পরে ১৫ হাজার ৭৩২ ভোটে এগিয়ে। বিজেপির দারাসিং চৌহানের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১০০।

Advertisement
12:57 PM(2 years ago)

ধূপগুড়িতে আবার এগিয়ে গেল বিজেপি

Posted by :- Arindam

ধূপগুড়িতে পঞ্চম রাউন্ডের গণনা শেষে এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ভোটের নিরিখে পিছিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।অনেকটা পিছিয়ে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।

12:43 PM(2 years ago)

টানটান লড়াই ধূপগুড়িতে

Posted by :- Arindam


ধূপগুড়িতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি ১ হাজার ১৮টি আসনে এগিয়ে। দু রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৬৫। তৃণমূলপ্রার্থী পেলেন ১৭ হাজার ১৪৭টি ভোট।

12:40 PM(2 years ago)

কেরলে জিতল কংগ্রেস

Posted by :- Arindam

কেরলের পুথুপল্লি আসনে উপনির্বাচনে জিতে গেল কংগ্রেস। ৩৬ হাজারের বেশি ভোটে জিতলেন কংগ্রেস প্রার্থী উমেন চান্ডি।

11:48 AM(2 years ago)

ঘোসি আসনে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে পার্থক্য ক্রমাগত বাড়ছে

Posted by :- sanjoy patra

ঘোসি আসনে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে পার্থক্য ক্রমাগত বাড়ছে। ৬ রাউন্ড গণনার পরে,এসপি ৮৫৫৭ ভোটে এগিয়ে রয়েছে। এসপি প্রার্থী সুধাকর সিং পেয়েছেন ২২৭৮৫ ভোট এবং বিজেপির দারা সিং চৌহান ১৪২২৮ ভোট পেয়েছেন।

11:46 AM(2 years ago)

ধূপগুড়িতে বিজেপির প্রার্থীর চেয়ে ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

Posted by :- sanjoy patra

চতুর্থ রাউন্ডের গণনা শেষে ধূপগুড়িতে বিজেপির প্রার্থীর চেয়ে ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৯৬ ভোট। অন্যদিকে, বিজেপির তাপসী রায় পেয়েছেন ৩৮ হাজার ৭৩৬ ভোট।

Advertisement
11:22 AM(2 years ago)

Posted by :- sanjoy patra

ধূপগুড়িতে TMC ও BJP-র হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপির থেকে এগিয়ে গেল তৃণমূল। ১১১৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

11:16 AM(2 years ago)

ত্রিপুরার ধনপুর আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত

Posted by :- sanjoy patra

ত্রিপুরার ধনপুর আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। বিজেপির বিন্দু দেবনাথ ২৫ হাজার ১৭০ ভোট পেয়েছেন এবং CPI(M) এর কৌশিক চন্দ ৯ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন। 

11:03 AM(2 years ago)

উত্তরপ্রদেশের ঘোসিতে এগিয়ে সপা প্রার্থী

Posted by :- sanjoy patra

উত্তরপ্রদেশের ঘোসিতে এসপি প্রার্থী সুধাকর সিং এগিয়ে রয়েছেন। মোট ৪০৬৭ ভোটে এগিয়ে রয়েছেন সুধাকর সিং।

10:36 AM(2 years ago)

ধূপগুড়িতে দ্বিতীয় দফার গণনাতেও এগিয়ে বিজেপি

Posted by :- sanjoy patra

ধূপগুড়িতে দ্বিতীয় দফার গণনায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী তাপসী রায়। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে ১২০০ ভোটে এগিয়ে তিনি।

10:33 AM(2 years ago)

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি

Posted by :- sanjoy patra

ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ সমর্থিত AJSU পার্টির প্রার্থী যশোদা দেবী ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে। 

Advertisement
10:20 AM(2 years ago)

অনেকটা পিছিয়ে তৃণমূল

Posted by :- Arindam

ধূপগুড়িতে ১৭০০ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকটা এগিয়ে বিজেপি এখনও চলছে পোস্টাল ব্যালট গণনা।

 

9:54 AM(2 years ago)

ধূপগুড়িতে এগিয়ে গেল বিজেপি

Posted by :- Arindam

ধূপগুড়িতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে গেল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ৪১৮। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৬০ ও সিপিএম-এর ভোট ১২৭।

9:39 AM(2 years ago)

ঘোসিতে এগিয়ে সপা

Posted by :- Arindam

উত্তরপ্রদেশের ঘোসি উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি। পিছিয়ে বিজেপি। 

9:37 AM(2 years ago)

উত্তরাখণ্ডে এগিয়ে কংগ্রেস

Posted by :- Arindam

প্রথম রাউন্ড গণনা শেষে উত্তরাখণ্ডের বাগেশ্বরে কংগ্রেস প্রার্থী ২ হাজার ৯৪৫টি ভোটে এগিয়ে কংগ্রেসের বসন্ত কুমার।

9:36 AM(2 years ago)

কেরলে এগিয়ে কংগ্রেস

Posted by :- Arindam

কেরলের পুথুপল্লি উপনির্বাচনে প্রাথমিক গণনায় কংগ্রেসের প্রার্থী ওমেন চান্ডি এগিয়ে। সিপিএম-এর সি থমাস রয়েছেন দ্বিতীয় স্থানে। বিজেপি তৃতীয় স্থানে।

Advertisement
9:26 AM(2 years ago)

ত্রিপুরায় এগিয়ে বিজেপি

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ড গণনার পরে ত্রিপুরার বক্সনগরে উপনির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী তফজ্দল হোসেন। এখনও তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৭০৬। সিপিএম প্রার্থী মিজান হোসেনের প্রাপ্ত ভোট ৫৭৫।

Load More
Advertisement