CORONA: ফল ঘোষণার দিন উধাও বিধিনিষেধ, দৈনিক আক্রান্ত সাড়ে ১৭ হাজার পার

আট পর্বের নির্বাচন শেষে রবিবার ছিল ফল ঘোষণা। কমিশন বলেছিল এবার বিজয় মিছিল করা চলবে না। কিন্তু কোথায় কী? প্রিয় দল ও প্রার্থীর জয়ের খবর আসতেই উৎসবে মাতল হুজুগে জনতা। একে অপরকে আবির রাঙিয়ে, মিষ্টি খাইয়ে চলল বিজয় উৎসব পালন। আর এইদনই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সতেরো হাজার পার করে গেল।

Advertisement
CORONA: ফল ঘোষণার দিন উধাও বিধিনিষেধ, দৈনিক আক্রান্ত সাড়ে ১৭ হাজার পাররাজ্যের করোনা পরিস্থিতি আরও সঙ্কটজনক
হাইলাইটস
  • রাজ্যের করোনা পরিস্থিতি আরও সঙ্কটজনক
  • গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ১৭ হাজার ৫১৫ জন
  • আক্রান্তের নিরিখে এক নম্বরে উত্তর ২৪ পরগনা জেলা

আট পর্বের নির্বাচন শেষে রবিবার ছিল ফল ঘোষণা। কমিশন বলেছিল এবার বিজয় মিছিল করা চলবে না। কিন্তু কোথায় কী? প্রিয় দল ও প্রার্থীর জয়ের খবর আসতেই উৎসবে মাতল হুজুগে জনতা। একে অপরকে আবির রাঙিয়ে, মিষ্টি খাইয়ে চলল বিজয় উৎসব পালন। আর এইদনই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সতেরো হাজার পার করে গেল। 

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন  ১৭ হাজার ৫১৫ জন। শনিবার ১৭ হাজার ৫১২ জনের শরীরে থাবা বসিয়েছিল মারণ জীবাণু। ফলে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ৩৯৩ জন এবং এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯২ জনের।

এদিন সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়, ৩ হাজার ৯৪২ জন। মৃত্যু হয়েছে  ২৯ জনের। সংক্রমণের নিরিখে সামান্য পিছিয়ে কলকাতা। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৩৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। ১ হাজার ছুঁইছুঁই সংক্রমিতের হদিশ মিলেছে হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমানে।

এদিকে বোলাগামা করোনা পরিস্থিতি মোকাবিলায় ভোট মিটতেই  বেশ কয়েকটি পদক্ষেপ ৃনিয়েছে রাজ্য সরকার। শনিবার থেকে জারি হয়েছে কড়া নিয়মবিধি। দিনে ৫ ঘণ্টা বাজার খোলা থাকবে, বন্ধ শপিংমল, সিনেমাহল রেস্তরাঁ, জিম, স্পা। নবান্নের তরফে পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। পাশাপাশি, করোনা চিকিৎসার অন্যতম মূল উপকরণ অক্সিজেন জোগানে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যান্য রাজ্য থেকেও অক্সিজেন কেনা হচ্ছে। করোনা রোগীদের মৃত্যুতে সৎকারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দাহ করা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি।  এদিকে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সম্প্রতি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement