CPI Dharmatala Meet: 'বিরিয়ানি না খাওয়ালে সমাবেশে যাব না,' বায়না বাম সমর্থকদের, ফাঁপড়ে নেতৃত্ব

৫ ফেব্রুয়ারি ধর্মতলায় সিপিআই-এর সমাবেশ। কিন্তু দলের ১০০ বছর পূর্তিতে লোক আনতে হিমসিম খাচ্ছেন নেতারা। 'যাতায়াত খরচ ও খাবার না দিলে যেতে পারব না,' বলছেন সমর্থকদের একাংশ। একসময় তৃণমূলের সভাকে 'ডিম্ভাত' বলে তাচ্ছিল্য করলেও, এখন তাঁরাই বিরিয়ানি চাইছেন লাঞ্চে।

Advertisement
'বিরিয়ানি না খাওয়ালে সমাবেশে যাব না,' বায়না বাম সমর্থকদের, ফাঁপড়ে নেতৃত্বসভায় আসতে বিরিয়ানি চাইছেন কর্মী-সমর্থকদের একাংশ।

৫ ফেব্রুয়ারি ধর্মতলায় সিপিআই-এর সমাবেশ। কিন্তু দলের ১০০ বছর পূর্তিতে লোক আনতে হিমসিম খাচ্ছেন নেতারা। 'যাতায়াত খরচ ও খাবার না দিলে যেতে পারব না,' বলছেন সমর্থকদের একাংশ। একসময় তৃণমূলের সভাকে 'ডিম্ভাত' বলে তাচ্ছিল্য করলেও, এখন তাঁরাই বিরিয়ানি চাইছেন লাঞ্চে। ২০২৪-এর ডিসেম্বরেই একশো বছরে পা দিয়েছে বামফ্রন্টের অন্যতম শরিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা CPI ।

সমর্থকদের সোজা দাবি: খাবার ও যাতায়াতের খরচ চাই
আগামী ৫ ফেব্রুয়ারির ধর্মতলা সমাবেশে দলের সাধারণ সম্পাদক ডি রাজাসহ কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন। কিন্তু জেলা থেকে কর্মী-সমর্থকদের আনতে গিয়েই বেজায় চাপে দলীয় নেতারা। সমর্থকদের সাফ বক্তব্য, 'যেখানে অন্য দল সভায় এলে গাড়ি ভাড়া ও বিরিয়ানি দেয়, সেখানে সিপিআই কেন দেবে না?' তাঁদের দাবি, ব্যক্তিগত খরচে সভায় যোগ দেওয়া সম্ভব নয়।

সিপিআই-এর আর্থিক টানাপোড়েন...
দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'দলের আর্থিক অবস্থা ভালো নয়। ফলে কর্মীদের গাড়ি ভাড়া ও খাবারের খরচ বহন করা সম্ভব নয়।' আর তার ফলে, ১০০ বছর পূর্তির সমাবেশে জনসমাগম ঠিক কতটা হবে, তাই নিয়ে উদ্বেগ বাড়ছে দলের উপরমহলে।

একসময় ডিম্ভাত-বিরিয়ানি দেওয়ায় কটাক্ষ
প্রসঙ্গত, একসময় তৃণমূলের সমর্থকদের 'সভায় আনতে খাবার দেওয়া হচ্ছে' বলে কটাক্ষ করত বামেরা। এবার সেই খাবারেরই দাবিই তুলছেন সিপিআই-এর কর্মীরা। তাঁদের দাবি, জেলা, গ্রাম থেকে গাড়ি ভাড়া করে, নিজেরা খাবারের ব্যবস্থা করে যাওয়া সম্ভব নয়। 

৫ ফেব্রুয়ারির সমাবেশ ঘিরে সিপিআই-এর অস্বস্তি এখন বেশ স্পষ্ট। সমর্থকদের দাবি মেটাতে দল কোনও পদক্ষেপ নেয় কিনা, এখন সেটাই দেখার।

POST A COMMENT
Advertisement