scorecardresearch
 

Kanti Gangully: 'পূবের হাওয়া বইলে...' ঝড়ের আগে কান্তি 'রেডি', বিপদের সম্ভাবনা কত? তা-ও জানালেন

ঘূর্ণিঝড়ে একাধিকবার বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবন। আয়লা, আমফান, ইয়াস, রেমালের মতো ঝড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে এখানকার বাসিন্দাদের। আর এসব ঝড়ের আগেই স্থানীয় মানুষ একটি কথা বলে— "ঝড়ের আগে কান্তি আসে..."। সেই প্রবাদ সত্যি প্রমাণ করে, এবারও ঘূর্ণিঝড় দানা আসার আগেই সিপিএম নেতা এবং রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রায়দিঘিতে।

Advertisement
পরিস্থিতি দেখতে বেরিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যা।-ফাইল ছবি পরিস্থিতি দেখতে বেরিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যা।-ফাইল ছবি
হাইলাইটস
  • ঘূর্ণিঝড়ে একাধিকবার বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবন।
  • আয়লা, আমফান, ইয়াস, রেমালের মতো ঝড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে এখানকার বাসিন্দাদের।

ঘূর্ণিঝড়ে একাধিকবার বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবন। আয়লা, আমফান, ইয়াস, রেমালের মতো ঝড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে এখানকার বাসিন্দাদের। আর এসব ঝড়ের আগেই স্থানীয় মানুষ একটি কথা বলে— "ঝড়ের আগে কান্তি আসে..."। সেই প্রবাদ সত্যি প্রমাণ করে, এবারও ঘূর্ণিঝড় দানা আসার আগেই সিপিএম নেতা এবং রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রায়দিঘিতে।

ঘূর্ণিঝড় "দানার" প্রভাব পড়ার আগেই তিনি সরেজমিনে রায়দিঘির কুমোড়পাড়া ও আশেপাশের নদী বাঁধ এলাকাগুলি ঘুরে দেখেন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা ইতিমধ্যেই সতর্ক রয়েছে, এবং এই অঞ্চলের নদী ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। যদিও ঝড়ের তাণ্ডব তখনও পুরোপুরি শুরু হয়নি, কান্তি গঙ্গোপাধ্যায় সেখানে গিয়ে প্রান্তিক মানুষদের অবস্থা খতিয়ে দেখেন।

বৃহস্পতিবার 'বাংলা ডট আজতক ডট ইন'কে তিনি বলেন, 'এখন মরাভাঁটা চলছে। রাতে যদি জোয়ার আসে, আর সেইসময় যদি পূবের হাওয়া বয়, তাহলে বিপদ। বেশি বিপদ সুন্দরবনের জন্য। প্রচুর বাঁধ ভাঙতে পারে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে বড় কোনও সমস্যা হবে বলে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে না।'

আরও পড়ুন

কান্তি গঙ্গোপাধ্যায় সুন্দরবনের মানুষের কাছে কেবল একজন নেতা নন, বরং দীর্ঘদিন ধরে বিপদের সময়ে তাদের পাশে থাকা এক আশ্বাসের নাম। তিনি বাম সরকারের আমলে সুন্দরবন উন্নয়নমন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমানে কোনও পদে নেই। তবুও সুন্দরবনের যে কোনও বিপদে তিনি সবার আগে ছুটে আসেন। এবারের 'দানা'র আগমনে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ না করলেও কান্তি নিজ উদ্যোগে উপকূলবাসীদের পাশে দাঁড়িয়েছেন।


 

Advertisement