Durgapur Rape Case: দুর্গাপুর গণধর্ষণ: মমতার মন্তব্যে '১২ ঘণ্টা' কটাক্ষ মহিলা কমিশনের, ময়দানে CPIM ও

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 'রাতে মহিলাদের বেরনো উচিত নয়' মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

Advertisement
দুর্গাপুর গণধর্ষণ: মমতার মন্তব্যে '১২ ঘণ্টা' কটাক্ষ মহিলা কমিশনের, ময়দানে CPIM ও
হাইলাইটস
  • রাতে মহিলাদের বেরনো উচিত নয়
  • মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার
  • এই ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের বিরোধী দল সিপিআইএম

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 'রাতে মহিলাদের বেরনো উচিত নয়' মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি মুখ্যমন্ত্রীর কথার প্রসঙ্গে বলেন, '... আমরা কীভাবে বলতে পারি যে সন্ধ্যায়, অর্থাৎ দিনে ১২ ঘণ্টা, একটি মেয়েকে ঘরে বন্দি থাকতে হবে। মহিলারা হাসপাতালে, আইটি সেক্টরে এবং সর্বত্র পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করছে। আজকের ভারতীয় মেয়েরা ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছে।...'


পাশাপাশি তিনি আরও বলেন, 'মহিলাদের পাশে দাঁড়ানো এবং মহিলাদের সুরক্ষিত করার জন্য আইন প্রণয়ন করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব... এটা অযৌক্তিক, আমি তাঁর বক্তব্যকে সমর্থন করতে পারি না যে মেয়েদের ঘরে থাকতে হবে... এটা ঠিক নয়।'


মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগল সিপিএম
এই ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের বিরোধী দল সিপিআইএম। তাঁদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'পশ্চিমবঙ্গে অপরাধীরা নিরাপদ। মহিলারা নয়।' 


সুজনবাবুর আরও দাবি, মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের রাতে বাইরে বের না হওয়ার অনুরোধ করে এটা স্পষ্ট করেছেন যে পশ্চিমবঙ্গ 'মহিলাদের জন্য নিরাপদ নয়'। 


কী মন্তব্য করেন মুখ্যমন্ত্রী? 
রবিবার উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে দুর্গাপুর প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ কীভাবে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল। জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে জানি না। পুলিশ খতিয়ে দেখছে। বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়।'

পুলিশ কী করে জানবে?
এখানেই শেষ হয়নি মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরও বলেন, 'পুলিশ কীভাবে জানবে রাতে কখন কে বেরোবে! বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে যেন তাঁরা না বেরয়। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।'

Advertisement

কথার ভুল ব্যাখ্যা হয়েছে
তবে বিরোধীরা যতই বলুক না কেন, নিজের কথায় আপাতত অটল মুখ্যমুন্ত্রী। তাঁর কথার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে তিনি পরে দাবি করেছেন। যদিও বিরোধীরা সেই দাবি মানতে নারাজ। তাঁরা এই কথা শুনতে চাইছেন না।

 

POST A COMMENT
Advertisement