scorecardresearch
 

Rain Forecast Weather: ঘূর্ণিঝড়ের পরেও কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আপডেট

Cyclone Rain Forecast: দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মধ্যরাত থেকেই দানার ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বইছে দমকা হাওয়া। কোনও কোনও এলাকায় বৃষ্টিও হচ্ছে। বিকেলের পর ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ওড়িশায়। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

Advertisement
বৃষ্টির পূর্বাভাস জারি। বৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা।
  • ধ্যরাত থেকেই দানার ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে।
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে বইছে দমকা হাওয়া।

দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মধ্যরাত থেকেই দানার ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বইছে দমকা হাওয়া। কোনও কোনও এলাকায় বৃষ্টিও হচ্ছে। বিকেলের পর ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ওড়িশায়। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 


মধ্যরাত থেকে শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া 

বাংলায় দুর্যোগের ঘনঘটা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'দানা'। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়তে পারে দানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

আরও পড়ুন

কবে থামবে বৃষ্টি?

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

কোন জেলায় কত বেগে ঝড়?

বুধবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘম্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সাগরদ্বীপ এবং  সুন্দরবনে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। 

Advertisement

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৭০ শতাংশ।


 

Advertisement