scorecardresearch
 

Boat Capsized Amid Cyclone Dana: 'দানা'য় উত্তাল নদীও, সামশেরগঞ্জে ভয়াবহ নৌকাডুবি, উল্টে গেল একাধিক ডিঙি, নিখোঁজ বহু

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়জলের মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নৌকা উল্টে বিপত্তি ঘটল। বেশ কয়েক জন নিখোঁজ বলে দাবি করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। 

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা।
  • ঝড়জলের মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নৌকা উল্টে বিপত্তি ঘটল।
  • বেশ কয়েক জন নিখোঁজ বলে দাবি করা হয়েছে।

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়জলের মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নৌকা উল্টে বিপত্তি ঘটল। বেশ কয়েক জন নিখোঁজ বলে দাবি করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। 

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হঠা ঝড়ে উল্টে যায় বেশ কয়েকটি নৌকা, ডিঙি। ডোবার সময়কার পরিস্থিতি দূর থেকে দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করেন পাড়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি।সামশেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর, এবং ধুলিয়ান পুরসভার ১ নম্বর ঘাটে ডিঙি ও নৌকা উল্টে যায়। পাশাপাশি, ফরাক্কার অর্জুনপুর গঙ্গাঘাটে তলিয়ে যায় নৌকা। দুই ব্লকে প্রায় ১০ জনের বেশি মানুষ গঙ্গায় তলিয়ে যান। যদিও তাঁদের মধ্যে অনেকেই সাঁতরে ডাঙায় উঠে আসেন।

তবে এখনও পর্যন্ত অনেককেই খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কয়েকজন অল্পবয়সী রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।

আরও পড়ুন


ঘটনার পর পরই নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। গঙ্গাঘাট গুলোতে রয়েছে পুলিশের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু জেলে মাছ ধরার সময় ঝড়ে নৌকা উল্টে যায়। কয়েক জনকে তড়িঘড়ি উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সামনেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। 

কোথায় ল্যান্ডফল?

হাওয়া অফিস জানিয়েছে, আজ মধ্য রাত এবং আগামীকাল ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে দানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

বাংলায় কী প্রভাব? 

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

Advertisement