Cyclone Ditwah: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, অভিমুখ হতে পারে ভারতের দিকে

এখন ইন্দোনেশিয়ার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। এর প্রভাব ভারতে পড়বে না। কিন্তু আবহাওয়াবিদদের নজর এখন শ্রীলঙ্কা লাগোয়া ভারত মহাসাগরে, কারণ নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

Advertisement
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, অভিমুখ হতে পারে ভারতের দিকে
হাইলাইটস
  • এখন ইন্দোনেশিয়ার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’।
  • এর প্রভাব ভারতে পড়বে না।

এখন ইন্দোনেশিয়ার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। এর প্রভাব ভারতে পড়বে না। কিন্তু আবহাওয়াবিদদের নজর এখন শ্রীলঙ্কা লাগোয়া ভারত মহাসাগরে, কারণ নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্বাভাস বলছে-বৃহস্পতিবারই সেটি ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-তে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের দিকে এগোবে। দক্ষিণ ভারতে তাই প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলায় সরাসরি কোনও বিপদের আশঙ্কা না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ শুরু হয়েছে, ফলে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কয়েকদিন ধরে যে শীতের আমেজ তৈরি হয়েছিল, তা সাময়িকভাবে কমতে পারে।

এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়জনিত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলায় আপাতত বড় কোনও তাপমাত্রার পরিবর্তন নেই। গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। তবে বাড়তি আর্দ্রতার কারণে এই তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

 

POST A COMMENT
Advertisement