scorecardresearch
 

Cyclone During Durga Puja 2023 in West Bengal: পুজোর মুখে ঘূর্ণিঝড়? ফের দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

বর্ষা বিদায়ের সময় হয়ে গেলেও, বেশকিছু বছর ধরে বর্ষার ইনিংস বজায় থাকছে আশ্বিন-কার্তিক মাসেও। আবহাওয়াবিদরা এর কারণ হিসেব আবহাওয়া পরিবর্তনকে দায়ী করছেন। চলতি বছর জুন-জুলাইয়ে বৃষ্টির যথেষ্ট ঘাটতি ছিল রাজ্যজুড়ে। কিন্তু বর্ষার শেষলগ্নে এসে বৃষ্টি থামতেই চাইছে না রাজ্যজুড়ে। আজ, দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বর্ষা বিদায়ের সময় হয়ে গেলেও, বেশকিছু বছর ধরে বর্ষার ইনিংস বজায় থাকছে আশ্বিন-কার্তিক মাসেও।
  • আবহাওয়াবিদরা এর কারণ হিসেব আবহাওয়া পরিবর্তনকে দায়ী করছেন।
  • চলতি বছর জুন-জুলাইয়ে বৃষ্টির যথেষ্ট ঘাটতি ছিল রাজ্যজুড়ে।

Cyclone During Durga Puja 2023: বর্ষা বিদায়ের সময় হয়ে গেলেও, বেশকিছু বছর ধরে বর্ষার ইনিংস বজায় থাকছে আশ্বিন-কার্তিক মাসেও। আবহাওয়াবিদরা এর কারণ হিসেব আবহাওয়া পরিবর্তনকে দায়ী করছেন। চলতি বছর জুন-জুলাইয়ে বৃষ্টির যথেষ্ট ঘাটতি ছিল রাজ্যজুড়ে। কিন্তু বর্ষার শেষলগ্নে এসে বৃষ্টি থামতেই চাইছে না রাজ্যজুড়ে। আজ, দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় রাতভর চলেছে বৃষ্টি। তার জেরেই কোথাও গোড়ালি ডুবছে, কোথাও বা হাঁটু জল জমে গেছে রাস্তায়। আজ শনিবার, পুজোর আগে সপ্তাহান্তের এই সময়টুকুতে অনেকেরই শপিং-এর পরিকল্পনা থাকে। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই পরিকল্পনাতেও কার্যত জল ঢালবে আকাশ।

আলিপুর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী ৩ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থাকে মাঝারি বৃষ্টি চলবে।

আরও পড়ুন

শনিবার দুপুরের মধ্যেই দুই ২৪ পরগনা, হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। ২৬ তারিখ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আপাতত উত্তরবঙ্গেও চলবে বর্ষণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার সকালে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আপাতত কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে।

Advertisement

তবে হাওয়া অফিসে একথাও জানিয়েছে, অক্টোবরের শুরুতেই ফের অতি গভীর একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বাংলায়। রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও। 

উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী ২৪ তারিখের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে চলেছে, তবে বৃষ্টি জারি থাকবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে।

Advertisement