
Cyclone Mocha Update: ঘূর্ণিঝড় 'মোচা' আতঙ্কে কাঁপছে ওড়িশা। এরই মধ্যে বঙ্গেও ঘনাচ্ছে ঘূর্ণাবর্তের মেঘ। আজ দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা ও আশেপাশের এলাকায়। দক্ষিণ ২৪ পরগণায় কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অংশগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৬ মে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত পরদিন আরও শক্তি বাড়াবে। ৮ মে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাবে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।
'মোচা' নিয়ে ইতিমধ্যেই পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। ওড়িশা সরকার সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সেই রাজ্যের তরফে। এর প্রভাব পড়তে পারে বাংলাতেও। ইতিমধ্যে আতঙ্ক সুন্দরবনবাসীদের মধ্যে। সুন্দরবনের গোসাবা ব্লকের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধের বেহাল দশা। মোচার প্রভাব সুন্দরবনের ওপর পড়লে ফের বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় মানুষজন।
কোন পথে যেতে পারে 'মোচা'
ঘূর্ণিঝড় 'মোচা' তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান আবহবিদদের। বুধবার হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তা হতে পারে আগামী সপ্তাহের শুরুতেই।
আগামী সোম থেকে বুধবার অর্থাৎ ৮ মে থেকে ১০ মে-র মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ঘূর্ণিঝড় আদৌ আসবে কি না তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে।
আজ কোথায় কোথায় বৃষ্টি?
আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি?
শুক্রবার, ৫ মে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।