Bengal Cyclonic Circulation Alert: ঘূর্ণাবর্ত-কালবৈশাখী বাংলায়, ভাসবে বৃষ্টিতে, ৬০ কিমি গতিতে ঝড়

West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের দ্বীপপুঞ্জ এলাকায় প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই এল বর্ষা। মলদ্বীপ কোমোরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

Advertisement
ঘূর্ণাবর্ত-কালবৈশাখী বাংলায়, ভাসবে বৃষ্টিতে, ৬০ কিমি গতিতে ঝড়বাংলার আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে।
  • এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে।

নির্ধারিত সময়ের আগেই ভারতে ঢুকে গেল বর্ষা। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত? জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের দ্বীপপুঞ্জ এলাকায় প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই এল বর্ষা। মলদ্বীপ কোমোরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২২ মে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। মধ্য বঙ্গোপসাগরে শুক্রবার, ২৪ মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই জেলাগুলিতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত।

ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর ২৪ পরগনার বারাকপুর ও বনগাঁয় কালবৈশাখীর সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement