Glenary's: দার্জিলিঙে গ্লেনারিজ কি সম্পূর্ণ বন্ধ? বিষয় ঠিক কী? বিস্তারিত রইল

সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল। পুরোপুরি বন্ধ হয়ে গেল গ্লেনারিজ? পানশালা আর লাইভ মিউজিক কি আর শোনা যাবে না? কী বলছেন মালিক অজয় এডওয়ার্ড? রইল বিস্তারিত খবর...

Advertisement
 দার্জিলিঙে গ্লেনারিজ কি সম্পূর্ণ বন্ধ? বিষয় ঠিক কী? বিস্তারিত রইলগ্লেনারিজ কি বন্ধ হয়ে গেল?
হাইলাইটস
  • পুরোপুরি বন্ধ হয়ে গেল গ্লেনারিজ?
  • দার্জিলিং বেড়াতে গিয়েও যাওয়া যাবে না বিখ্যাত বারে?
  • কী বলছেন মালিক অজয় এডওয়ার্ড?

ভিড়ে ঠাসা ম্যাল রোডের মাঝেই লাল রঙের উজ্জ্বল হরফে লেখা 'HOPE'। দার্জিলিঙে গিয়ে এর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন না এমন পর্যটক খুঁজে পাওয়া দুস্কর। ছবি তোলার পাশাপাশিই শীতের সন্ধ্যায় গ্লেনারিজের দোতলায় বসে গরম পানীয়ে চুমুক আর সঙ্গে বিফ স্টেক খাওয়ার হিড়িকও চোখে পড়ে। তবে সেই দৃশ্য এবার আর দেখা যাবে না। পর্যটকদের প্রিয় গ্লেনারিজে পড়ে গিয়েছে তালা। বন্ধ হচ্ছে গ্লেনারিজের পানশালা। খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। ঠিক কী ঘটেছে? কেন বন্ধ হচ্ছে সাধের গ্লেনারিজ? 

লাইসেন্স সাসপেন্ড 
দার্জিলিঙের ঐতিহ্যবাহী এই বেকারি ও পানশালার খ্যাতি বিশ্বজোড়া। সাসপেন্ড করা হয়েছে অজয় এডওয়ার্ডের গ্লেনারিজ পানশালার লাইসেন্স। আবগারি দফতরের একটি দল মঙ্গলবার অভিযানে যায় সেখানে। দীর্ঘক্ষণ সেখানে নথিপত্র যাচাই করে দেখে তারা। ঘুরে দেখে গোটা গ্লেনারিজ। এরপর কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেই বার সিল করে দেওয়া হয়। 

কী অভিযোগ গ্লেনারিজের বিরুদ্ধে?
দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, বার চালানোর জন্য যে সমস্ত নিয়ম মানতে হয়, তা হয়নি। গ্লেনারিজ পরিদর্শন করে নিয়মখেলাপি নজরে পড়েছে আবগারি দফতরের কর্তাদের। পরিকাঠামোতেও ঘাটতি ধরা পড়েছে। নিয়ম মেনে লাইভ মিউজিকের আয়োজন করা হয়নি সেখানে। সে কারণেই পানশালার লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে খবর। 

আবগারি বিভাগের দার্জিলিঙেপ সুপারিন্টেন্ডেন্ট গৌতম পাখরিন জানিয়েছেন, পরিদর্শন করে দেখা গিয়েছে, বার পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। ফলত সিল করা হয়েছে গ্লেনারিজের পানশালা। 

অজয় এডওয়ার্ড কী বলছেন?
গোটা ঘটনা প্রসঙ্গে সংস্থার মালিক ইন্ডিয়ান গোরখা জনশক্তি ফ্রন্টের (IGJF) আহ্বায়ক অজয় এডওয়ার্ড সংবাদমাধ্যমে বলেন, 'বহুদিনের পুরনো এই বার। নতুন করে সেখানে কিছু যুক্ত করা হয়নি। অথচ আচমকা অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হল।' 

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
উল্লেখ্য, সম্প্রতি জোড়বাংলো সুখিয়াপোখরি ব্লকের মানুষের সুবিধার্থে তুংসুং নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হয়েছে অজয় এডওয়ার্ডেরই উদ্যোগে। গত রবিবার এই সেতুর উদ্বোধনও করেন গ্লেনারিজের মালিক। সেতুটির নাম দেওয়া হয়েছে 'গোর্খাল্যান্ড'। যা থেকেই সমস্ত বিতর্কের সূত্রপাত। এই সেতু উদ্বোধনের একদিন পরই গ্লেনারিজ অভিযান পৌঁছন আবগারি দফতরের আধিকারিকরা। ঘটনাটিকে মোটেই কাকতালীয় হিসেবে দেখতে রাজি নন অজয়। 

Advertisement

তাঁর কথায়, 'গোর্খাল্যান্ড সেতু তৈরি করে আমি এখানকার মানুষের আবেগকে সম্মান জানিয়েছি। তাই রাজ্য প্রশাসন আমায় শায়েস্তা করতে চাইছে। তবে এভাবে গোর্খাদের আটকানো যাবে না। পাহাড়ের মানুষ এর যোগ্য জবাব দেবে। গোর্খাল্যান্ড ব্রিজ শুধু বালি, পাথর ও সিমেন্টের তৈরি নয়। এতে পাহাড়ের মানুষের আবেগ মেশানো রয়েছে। ওটা তৈরি করেছি বলেই আমার বারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।'

আদৌ খুলবে গ্লেনারিজ বার?
আপাতত চলবে গ্লেনারিজের বেকারি, স্ন্যাক্স, ক্যাফেটেরিয়া। তবে তালা ঝোলানো হয়েছে দোতলার বারে। অর্থাৎ দার্জিলিঙে গিয়েও আর গ্লেনারিজের দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করা কিংবা পানীয় হাতে লাইভ মিউজিকে বিভোর হতে পারবেন না পর্যটকরা। জানা গিয়েছে, মালিকপক্ষ সমস্ত নিয়ম মেনে চলার জন্য প্রস্তুত হলে,পানশালার নথি আপডেট করে জমা দিলে তবেই আবার গ্লেনারিজ বার খোলার অনুমতি মিলবে। 
 

 

POST A COMMENT
Advertisement