খরস্রোতে ভাঙল বালাসন নদীর উপরে দুধিয়ার বেইলি ব্রিজ। এই ব্রিজের ওপরই হয়েছিল অমিতাভ বচ্চনের 'অনুসন্ধান' ছবির শ্যুটিং। বথেকে বড় কথা, এই ব্রিজ ভেঙে যাওয়ায় ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যাতায়াতের সবথেকে জনপ্রিয় রুটও।
পর্যটকদের ফিরিয়ে আনতে সরকারি তৎপরতা তুঙ্গে। যার ফলে NBSTC-এর ১০টি বাস ৫০০ জন যাত্রী নিয়ে ফিরছে। ইতিমধ্যেই বাস ছেড়ে দিয়েছে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে।
মিরিক কার্যত শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। সেখানেই বালাসোন নদীর উপর ব্রিজ ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিকের। জানা গিয়েছে, মিরিক যাওয়ার জন্য ঘুম-জোড়বাংলো হয়ে ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরা যাচ্ছে। সেটি এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে।
মিরিকে এখনও পর্যন্ত ৩০০ পর্যটক আটকে রয়েছেন। তাবাকোশিতে আটকে রয়েছে ৭০ পর্যটক। গুরদুংয়ে আটকে ৪০ এবং ২০ জন আরও অন্যান্য পর্যটন এলাকায়। ১৩০ জন আটকে রয়েছে জোড়বাংলো সুখিয়াপোখরি ব্লকে।
'এত বড় অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ এবং দরদহীন সরকার মানুষ আগে কখনও দেখেনি।' মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনিও উত্তরবঙ্গ যাচ্ছেন তিনিও।
দার্জিলিঙে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকের মধ্যে দার্জিলিঙে এমন ভয়াবহ ধস নামেনি। রাস্তার পর রাস্তা ভেঙে গিয়েছে, ধুয়ে মুছে সাফ একাধিক বাড়ি। গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ গৃহহীন। এদিকে পাহাড়ে বেড়াতে গিয়ে ফেঁসে গিয়েছে কয়েকশো পর্যটক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিরিক।
উত্তরবঙ্গে দুর্গতদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রাজভবন। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের দুর্গতদের জন্য ব়্যাপিড অ্যাকশন সেল খোলা হয়েছে রাজভবনে। ২৪ ঘণ্টা সেখানে যোগাযোগ করা যাবে। এর জন্য রাজভবনের তরফে একটি নম্বর ও ইমেইল আইডি দেওয়া হয়েছে। রবিবার রাজভবনের তরফে এক বার্তায় জানানো হয়েছে, ব়্যাপিড অ্য়াকশন সেলের সমন্বয়ের দায়িত্বে থাকছেন অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত। ফোন নম্বর ০৩৩-২২০০১৬৪১। এছাড়া ব়্যাপিড অ্যাকশন সেলের মেইল আইডি হল peaceroomrajbhavan@gmail.com। উত্তরবঙ্গে দুর্যোগে মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যে কোনও প্রয়োজনে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। যোগাযোগের ফোন নম্বর ০০৯১-২২১৪-৩৫২৬/০০৯১- ২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর -৯১-৮৬৯৭৯-৮১০৭০।
বিপর্যয়ে ধুয়ে মুছে সাফ দার্জিলিঙের রাস্তা, একাধিক ব্রিজ। ফুঁসছে তিস্তা, তোর্সা, মহানন্দা নদীগুলি। জাতীয় সরকার উপর উঠে এসেছে জল। গৃহহীন অসংখ্য মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার মুখ্যসচিবের সঙ্গে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।