scorecardresearch
 

Dengue Death: নদিয়ায় ডেঙ্গিতে বৃদ্ধের মৃত্যু, ৭-৮ দিন ধরে জ্বরে ভুগছিলেন

ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু রানাঘাটে ডেঙ্গি আক্রান্ত এক ব্যাক্তির। জানা গেছে, ৭-৮দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি পজেটিভের কথা উল্লেখ রয়েছে তাঁর। এ নিয়ে রাজ্যে ২২দিনে ১০জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।
  • কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু রানাঘাটে ডেঙ্গি আক্রান্ত এক ব্যাক্তির।

ফের রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু রানাঘাটে ডেঙ্গি আক্রান্ত এক ব্যাক্তির। জানা গেছে, ৭-৮দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি পজেটিভের কথা উল্লেখ রয়েছে তাঁর। এ নিয়ে রাজ্যে ২২দিনে ১০জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। 

মৃতের নাম রতন কর্মকার (৭০)। বাড়িতে চিকিৎসা চলছিল। গত বুধবার তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার।স্বাস্থ্য ভবন সূত্রে খবর,  গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৩৫ জন শহর এলাকার থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণ বেশি। ৭২ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ ডেঙ্গি আক্রান্ত। শহরে ডেঙ্গি আক্রান্তের হার ২৮ শতাংশ।

সম্প্রতি ৪০০ রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ৩০০টি রক্তের নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩ শতাংশ ডেঙ্গি রোগী ডেঙ্গি ৩ ভাইরাসে সংক্রমিত ১৭ শতাংশ রোগী ডেঙ্গু ২ ভাইরাসে সংক্রমিত। 

আরও পড়ুন

ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও। ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। ইতিমধ্যেই বহু নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। 

 

Advertisement