Durgapur ADDA Fire Break Out: দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে আসানসোল- দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বংসী আগুন লাগে। গভীর রাত থেকে দাউ দাউ করে জ্বলছে দফতর। সব সরকারি নথিপত্র পুড়ে ছাই। মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের ১০ থেকে ১২টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার রাত ২টো নাগাদ মধ্যরাতে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আসানসোল-দুর্গাপুর পর্ষদের দফতরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ইঞ্জিন। দমকলকর্মীরা বাইরে থেকে জানালা দিয়ে হর্স পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
দমকলের আধিকারিকরা জানান, এই বিল্ডিংয়ে জলের কোনও সোর্স ছিল না। ফলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পোন্নাম্বালাম এস. জেলা ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন লাগার সময় অফিসে কোনও কর্মী ছিল না।
আগুনে প্রচুর সরকারি নথি পুড়ে যাওয়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থআকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল কর্মীরা।