
ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানায় একাধিকবার জানানো হয়েছে— এলাকায় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ। উৎসবের প্রস্তুতি বৈঠকেও এই বার্তা স্পষ্টভাবে দিয়েছে পুলিশ। এবার রামনবমীর আগে সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও কড়া হল প্রশাসন। কালীপুজোর সময় ডিজে বক্স বাজানো নিয়ে হস্তক্ষেপ করল পুলিশ।
একশোরও বেশি ডিজে বক্স আটক
শনিবার, ৫ এপ্রিল সকাল থেকে শুরু হয় তল্লাশি। মগরাহাট, উস্তি ও ডায়মন্ড হারবার থানা এলাকায় একাধিক কালীপুজোর মণ্ডপে অভিযান চালিয়ে শতাধিক ডিজে বক্স আটক করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন— ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনও উৎসবেই শব্দ তাণ্ডব বরদাস্ত করা হবে না। এলাকায় চলছে কড়া নজরদারি, এবং তা চলতেই থাকবে।’
পুলিশই নির্দিষ্ট বক্স জোগাড় করে দিচ্ছে
শব্দদূষণ আটকাতে এবার এক অভিনব পদক্ষেপ নিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের কথায়, ‘ডিজে বক্সের পরিবর্তে প্রতিটি পুজো মণ্ডপে দুটি করে বক্স জোগাড় করে দিচ্ছে পুলিশ। যাতে শব্দ নিয়ন্ত্রণে থাকে, তবু উৎসব পালনে সমস্যা না হয়।’
রামনবমীর আগে বার্তা স্পষ্ট
রাত পোহালেই রামনবমী। তার আগেই কালীপুজোর মণ্ডপ থেকে ডিজে বক্স আটক করে পুলিশ কড়া বার্তা পাঠাল মিছিল উদ্যোক্তাদের।
পুলিশের হুঁশিয়ারি— রামনবমীর মিছিলে কোনওভাবেই ডিজে বক্স কিংবা অস্ত্র নিয়ে হাঁটতে দেওয়া হবে না। কেউ এমন করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
ডায়মন্ড হারবারে উৎসবে ডিজে নিষেধাজ্ঞা
ডিজে বক্স বাজানো নিয়ে ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা রয়েছে। তবুও কিছু এলাকায় নিয়ম ভেঙে তা ব্যবহার করা হচ্ছিল। এবার কালীপুজোর মণ্ডপ থেকেই ডিজে আটক করে পুলিশ বার্তা দিল— রামনবমীতেও একই নিয়ম কঠোরভাবে মানতে হবে।
সংবাদদাতাঃ প্রসেনজিৎ সাহা