Suvendu Adhikari-Dilip Ghosh: 'মহিলাদের আচরণের জবাব দিয়েছেন,' দিলীপকে পূর্ণ সমর্থন শুভেন্দুর

বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের বিতর্কে। নিজের মেজাজের জন্য বরাবরই পরিচিত তিনি। শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান তিনি। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন, 'হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।'

Advertisement
'মহিলাদের আচরণের জবাব দিয়েছেন,' দিলীপকে পূর্ণ সমর্থন শুভেন্দুর

মহিলাদের সঙ্গে বচসার ঘটনায় 'দিলীপদা'র পাশে শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন, 'হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।' এই প্রশ্ন শুনেই রাগে ফেটে পড়েন দিলীপ ঘোষ। এদিকে মহিলারাও তাঁর গাড়ি অবরোধ করে স্লোগান দিতে থাকেন। প্রকাশ্য রাস্তায় মহিলার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দিলীপ। ঘটনার ভিডিও ভাইরাল।

শুভেন্দুর সমর্থন

ঘটনার পর দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ওই মহিলারা যে আচরণ করেছেন, তার জবাব দিলীপদা দিয়েছেন।' তিনি নিউটনের তত্ত্ব টেনে এনে দিলীপ ঘোষের সমর্থনে বক্তব্য রাখেন।

কী হয়েছিল সেই দিন?

শুক্রবার রাস্তা উদ্বোধনের সময় স্থানীয় মহিলার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। মহিলার প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, 'টাকা দিয়েছি আমি। কারও বাপের টাকা নয়।' এই মন্তব্যে রেগে যান মহিলা। পালটা প্রশ্ন করেন, 'আপনি বাপ তুলে কেন কথা বলছেন?' তাতে আরও রেগে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'চোদ্দো পুরুষ তুলব। বেশি ন্যাকামি হচ্ছে! টাকা দিয়েছি আমরা। ভিখারি পার্টি নই।'

বিতর্কিত মন্তব্য

ঘটনার পরও নিজের অবস্থানে অনড় ছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমার বাড়ির সামনে যদি ধর্না দিতেন, তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম।' তিনি আরও বলেন, 'মাফিয়া রাজ আমি শেষ করেছি। তোমাদের মতো ছিঁচকে চোরদের নিপটাতে আমার দুই মিনিট লাগবে।'

দিলীপ ঘোষের হুঁশিয়ারি

দিলীপ ঘোষ আরও বলেন, 'পার্টি লাগে না, দিলীপ ঘোষ যথেষ্ট। এখানকার লোকই যথেষ্ট। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে।' তিনি স্পষ্ট জানান, 'রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ ছাড়ব না।'

খড়্গপুরের ভবানীপুরে মহিলার সঙ্গে বিতণ্ডা নিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। তবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সমর্থনে মুখ খুলেছেন। বিজেপির তরফে এখন দেখার, এই বিতর্কের জল কতদূর গড়ায়।

Advertisement

POST A COMMENT
Advertisement