'চাকরি দেয় না, বসতেও দেয় না,' SSC প্রার্থীদের পুলিশি-নির্দেশ নিয়ে কটাক্ষ দিলীপের

মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের। আন্দোলনকারীদের মেইল করে অবস্থানে না বসার জন্য বলেছে ময়দান থানা। শহিদ মিনার চত্বরে আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। 

Advertisement
'চাকরি দেয় না, বসতেও দেয় না,' SSC প্রার্থীদের পুলিশি-নির্দেশ নিয়ে কটাক্ষ দিলীপেরদিলীপ ঘোষ
হাইলাইটস
  • চাকরি প্রার্থীদের বসতে নিষেধ পুলিশের
  • মেইল করে নির্দেশ ময়দান থানার
  • কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

গুরু নানকের জন্মদিন (Guru Nanak Jayanti 2022) উপলক্ষে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ করেছে পুলিশ। আর পুলিশের এই নির্দেশের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সোমবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'চাকরিও দেয় না বসতেও দেয় না। তারা বসে আছে ঘেরা জায়গার মধ্যে। বাইরে কোন ডিস্টার্ব করে না। মাসের পর মাস আছে। সরকারের কাছে এটা চোখের বালির মতো। সুযোগ পাচ্ছে না উঠিয়ে দেওয়ার। তাই একটা অজুহাত খুঁজেছে। গুরু নানক জয়ন্তী তো কী হয়েছে? শোভাযাত্রা রাস্তা দিয়ে যায়। ওরা পার্কের মধ্যে বসে আছে। কোনও সংঘর্ষ নেই। সরকারের অজুহাত চাই তুলে দেওয়ার জন্য, তাই এইসব মেইল করা হচ্ছে।'

প্রসঙ্গত, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের। আন্দোলনকারীদের মেইল করে অবস্থানে না বসার জন্য বলেছে ময়দান থানা। শহিদ মিনার চত্বরে আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। 

জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে...
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আল কায়দার জঙ্গি সন্দেহে মনিরুদ্দিন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। এদিন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'মথুরাপুরে এমন জঙ্গির সন্ধান পাওয়া গেছে, যে দিনের পর দিন অনেকের ব্রেন ওয়াশ করেছে। পশ্চিমবাংলার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া ,মালদা উত্তরবঙ্গের আরও দুই একটা জেলা, নদিয়া মুর্শিদাবাদ এগুলো জঙ্গিদের ঘাঁটি হয়ে গিয়েছে। পুলিশ জানে, কিন্তু পুলিশ হাত দেবে না। কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত। সরকার জানে ভোটের ব্যাপার আছে, সেই জন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত জঙ্গি মডিউল চলে এসেছে এখানে।'

কটাক্ষ ফিরহাদকে
এছাড়াও বীরভূমের বুকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের 'বাঘ' মন্তব্যের প্রেক্ষিতেও কড়া প্রতিক্রিয়া শোনা গেল দিলীপ ঘোষের গলায়। এদিন দিলীপ ঘোষ বলেন, 'জানি না বাঘ কবে ফিরে আসবে। তবে শিয়াল যারা আছে, তারাই যথেষ্ট বীরভূমকে রক্তাক্ত করার জন্য। উনি দেখতে গিয়েছিলেন পঞ্চায়েত হলে আমরা জিততে পারবো কি না, জেতানোর লোক আছে কি না। যেটা দিদি বলেছিলেন, অনেক অনুব্রত তৈরি করে ফেলেছি, তার নমুনা উনি বীরভূমে দেখে এসেছেন।'
 

Advertisement

আরও পড়ুন - আপনার মানি ব্যাগে এই জিনিসগুলি নেই তো? এখনই না সরালে আসবে অর্থ সংকট

 

POST A COMMENT
Advertisement