scorecardresearch
 

"গঙ্গাজল দিয়ে ভ্যাকসিন বানিয়ে দিতে চাইছেন দিদিমণি", তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

গঙ্গাজল দিয়ে ভ্যাকসিন (Vaccine) তৈরি করে মানুষকে দিতে চাইছে দিদিমণির সরকার। বুধবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহে এক চা চক্রে যোগ দিয়ে এমনটাই কটাক্ষ করলে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন,"মোদিজী (Narendra Modi) বিনামূল্যে ভ্যাকসিন দেবেন শুনে আমদের দিদিমণিও বললেন বিনামূল্যে ভ্যাকসিন দেবো। কিন্তু সেটা কি গঙ্গাজল দিয়ে হবে? আমার তো মনে হয় তৃণমূলের লোকেরাও আপনার ওই ভ্যাকসিন ব্যবহার করবে না। দিলীপের প্রশ্ন, যেখানে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, সেখানে মমতা কোথা থেকে এই ভ্যাকসিন আনবেন? কোন কোম্পানির? এটা কি পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে?"  

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • ভ্যাকসিন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
  • "কোন কোম্পানির ভ্যাকসিন দেবেন দিদিমণি?"
  • প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির

গঙ্গাজল দিয়ে ভ্যাকসিন (Vaccine) তৈরি করে মানুষকে দিতে চাইছে দিদিমণির সরকার। বুধবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহে এক চা চক্রে যোগ দিয়ে এমনটাই কটাক্ষ করলে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন,"মোদিজী (Narendra Modi) বিনামূল্যে ভ্যাকসিন দেবেন শুনে আমদের দিদিমণিও বললেন বিনামূল্যে ভ্যাকসিন দেবো। কিন্তু সেটা কি গঙ্গাজল দিয়ে হবে? আমার তো মনে হয় তৃণমূলের লোকেরাও আপনার ওই ভ্যাকসিন ব্যবহার করবে না। দিলীপের প্রশ্ন, যেখানে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, সেখানে মমতা কোথা থেকে এই ভ্যাকসিন আনবেন? কোন কোম্পানির? এটা কি পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে?"  

শুধু দিলীপই নয়, দিন কয়েক আগে ভ্যাকসিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। তিনি বলেন, "কেন্দ্র আগেই বলেছিল সবাইকে বিনামূল্যে ভ্যকসিন দেওয়া হবে। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। আবারও সেই একই পন্থা অবলম্বন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।" এক্ষেত্রে মমতার কাছে বাবুলের আবেদন, "আমফানের সময়ের চাল চুরি যেন টিকা চুরিতে পরিণত না হয় সেদিকে খেলায় রাখবেন।" 

প্রসঙ্গত গতকাল মঙ্গলবারই রাজ্যে এসেছে ভ্যাকসিন। ইতিমধ্যেই তা জেলায় জেলায় সরবরাহ শুরু হয়ে গিয়েছে। শুধু এরাজ্যের বিভিন্ন জেলাতেই নয়, অসম, নাগাল্যান্ড, মণিপুর-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও যাবে ভ্যাকসিন। কলকাতা থেকেই দেশের উত্তর-পূর্বের ওই রাজ্যগুলিতে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, "দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে। ভ্যাকসিনে যাবতীয় সতর্কতা নিয়েছেন বিজ্ঞানীরা।" প্রধানমন্ত্রীর কথায়, "যে ২টি ভ্যাকসিনের অনুমতি দেওয়া হয়েছে দুটিই মেড ইন ইন্ডিয়া। ভবিষ্যতে আরও ভ্যাকসিন এলে নতুন করে পরিকল্পনা করা হবে। প্রথম পর্যায়ে প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনা ভাইরাস যোদ্ধাদের টিকা প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশোর্ধ্ব এবং ৫০-এর কম বয়সি কো-মর্বিডিটি রোগীদের টিকা দেওয়া হবে।" প্রধানমন্ত্রীর নির্দেশ, "টিকাকরণের তথ্য সঠিক ভাবে আপলোড করতে হবে।" এক্ষেত্রে ভারত যা করছে আগামিদিনে অনেক দেশ তা অনুসরণ করবে বলেও মনে করেন মোদী।

Advertisement


 

Advertisement