Dilip Ghosh: ‘দিলীপদা ভালো মানুষ, নিমন্ত্রণ করলে যেতাম’, শুভেচ্ছাবার্তা অনুব্রতর

রাজনীতির ময়দানে তাঁরা দুই মেরুর বাসিন্দা। একদিকে বিজেপির ‘বেবাক’ মুখ দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূলের দাবাং নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অতীতে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, এমনকি ‘দালাল’, ‘৪২০’ বলতেও ছাড়েননি কেউ কাউকে।

Advertisement
‘দিলীপদা ভালো মানুষ, নিমন্ত্রণ করলে যেতাম’, শুভেচ্ছাবার্তা অনুব্রতরদিলীর ঘোষের বিয়ে।-ফাইল ছবি
হাইলাইটস
  • রাজনীতির ময়দানে তাঁরা দুই মেরুর বাসিন্দা।
  • একদিকে বিজেপির ‘বেবাক’ মুখ দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূলের দাবাং নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

রাজনীতির ময়দানে তাঁরা দুই মেরুর বাসিন্দা। একদিকে বিজেপির ‘বেবাক’ মুখ দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূলের দাবাং নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অতীতে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, এমনকি ‘দালাল’, ‘৪২০’ বলতেও ছাড়েননি কেউ কাউকে। কিন্তু সময়ই যে রাজনীতির সংজ্ঞা বদলে দেয়, তার এক মধুর উদাহরণ হয়ে রইল ১৮ এপ্রিলের ‘গুড ফ্রাইডে’। এদিনই জীবনের নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ। আর সেই খবর শুনে শুভেচ্ছা জানাতে পিছপা হলেন না অনুব্রতও।

'দিলীপদা ভালো মানুষ, নিমন্ত্রণ করলে যেতাম'— বীরভূম থেকে এই বার্তাই দিলেন অনুব্রত মণ্ডল। তাঁর কণ্ঠে ছিল ফুরফুরে আমেজ। এই মন্তব্যেই যেন রাজনীতির কাঁটা সরিয়ে এক মানবিক সম্পর্কের ইঙ্গিত দিলেন তিনি। সূত্রের খবর, বিয়ের মুহূর্তে নিউ টাউনের অনুষ্ঠানে যখন দিলীপ ঘোষ অপেক্ষায়, ঠিক তখনই এই বার্তা এল বীরভূম থেকে।

রাজনৈতিক মহলের একাংশ বলছে, এই বিয়ে অনেকটাই ছকভাঙা। দীর্ঘদিনের ‘ব্যাচেলর’ ইমেজকে ছাপিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, যে সময় অনেকে রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যান, সেই সময়েই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়ে তাক লাগালেন তিনি।

দিলীপ ঘোষ নিজেও জানালেন, 'রিঙ্কু মজুমদারের সঙ্গে আলাপ অনেকদিনের। তিনি পুরনো পার্টি কর্মী। তবে বিয়ের সিদ্ধান্তটা হঠাৎই এল, পরিস্থিতির কারণেই। আর হয়ে গেল।' দিলীপের মতে, ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না, বিয়ে যখন হবার তখনই হয়।

বিয়ের পরদিন, অর্থাৎ ১৯ এপ্রিল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আবারও পুরনো মেজাজে। সকাল সকাল ইকো পার্কে প্রাতঃভ্রমণ, কেক কেটে জন্মদিন পালন— সব মিলিয়ে ‘চেনা দিলীপ’ ফিরে এলেন নতুন ভূমিকায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, 'পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনও পাল্টাবে না।'

সংবাদদাতা: শান্তনু হাজরা

 

POST A COMMENT
Advertisement