‘ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না’, কুণাল ঘোষকেই কি পাল্টা জবাব দিলীপের?

ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না! 'দাবি' উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। শুক্রবারই বিয়ে হয়েছে। তারপর শনিবার সকালেও রোজের মত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। এদিন আবার তাঁর জন্মদিনও। সেখানেই একথা বলেন। এর আগে শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মস্করা করে টুইট করেছিলেন, 'দিলীপ ঘোষ যে ইকো পার্কে হাঁটেন, সেটা মুখ্যমন্ত্রীর বানানো।

Advertisement
‘ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না’, কুণাল ঘোষকেই কি পাল্টা জবাব দিলীপের?দিলীপ ঘোষ যা বললেন।

ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না! 'দাবি' উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। শুক্রবারই বিয়ে হয়েছে। তারপর শনিবার সকালেও রোজের মত প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। এদিন আবার তাঁর জন্মদিনও। সেখানেই একথা বলেন। এর আগে শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মস্করা করে টুইট করেছিলেন, 'দিলীপ ঘোষ যে ইকো পার্কে হাঁটেন, সেটা মুখ্যমন্ত্রীর বানানো। তাই এই মিলনের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।' সমস্ত মস্করাই বেশ স্পোর্টিংলি নিয়েছেন দিলীপ। তবে এটাও জানিয়ে দিলেন যে, ইকোপার্কে মোটেও রিঙ্কুর সঙ্গে তাঁর আলাপ হয়নি। কুণালের নাম না করে বলেন, 'এখানে কেন আলাপ হতে যাবে? ও মর্নিং ওয়াক করার লোক নয়। এখানে অনেকেই আসেন। উনি দলের অনেক পুরনো কর্মী। আমার চেয়েও পুরনো। এমনিই নানা জায়গায় দেখাসাক্ষাৎ হত। বিয়ের ব্যাপারটা হঠাৎ এসেছে, পরিস্থিতির কারণে। অনেকে বলছেন, ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়। সারা জীবন হাঁটলেও হবে না। বিয়ে যখন হওয়ার তখনই হবে।'

শুক্রবার রাজারহাটের বাড়িতেই দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের বিয়ে হয়। 'দিলীপদা' মুছে নম্বর 'হাজব্যান্ড' বলে সেভ করবেন বলেও জানিয়েছেন রিঙ্কু। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া, ট্রেন-বাস, চায়ের দোকান -সর্বত্রই আলোচনার বিষয় ছিল দিলীপ ঘোষের বিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি ছড়ানো শুরু হতেই জল্পনা তুঙ্গে ওঠে। সবশেষে শুক্রবার গোধূলি লগ্নে বিয়ে সারেন দিলীপ-রিঙ্কু। 

বিয়ের পরের দিন শনিবারই দিলীপের জন্মদিন। ফলে দিলীপ অনুগামীদের মধ্যে বাড়তি উৎসাহ ছিলই। দিলীপের সঙ্গে যাঁরা নিয়মিত মর্নিং ওয়াকে যোগ দেন, তাঁরা তো এসেছিলেনই, সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এদিন নববধূ রিঙ্কু আসেননি। দিলীপ-অনুগামীরা কেউ বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছিলেন। কেউ আবার মিষ্টির দোকান থেকে স্পেশাল অর্ডার দিয়ে মিল্ক কেক। অনেকে আবার বাড়িতে নিজের হাতে কেক বানিয়ে এনেছিলেন। 

Advertisement

স্বাস্থ্য সচেতন দিলীপ যদিও চিনি এড়িয়েই চলেন। তবে অনুরাগীদের অনুরোধে অল্প-অল্প করে কেক, মিষ্টি, পায়েস, দইবড়া সবই টেস্ট করেন। 

বিয়ের পর আর পাঁচজন ছুটি নিলেও দিলীপ ঘোষের ব্যাপারটা আলাদা। শনিবার থেকেই ফের ঠাসা রাজনৈতিক কর্মসূচি তাঁর। শনিবার বিকেলেই দমদম সুভাষনগর থেকে নাগেরবাজার পর্যন্ত মিছিল করবেন। তারপর রাতেই খড়গপুর রওনা দেবেন। সেখানে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ। রবিবার সকালে সেখানেও মর্নিংওয়াক, চা-চক্র। ফলে বিয়ের পরেই ফের রাজনৈতিক জীবনেই পুরোদমে সক্রিয় দিলীপ ঘোষ। 
 

POST A COMMENT
Advertisement