Dilip Ghosh Wife Rinku Son Death: রিঙ্কুর ছেলের গলায় ফাঁসের গভীর দাগ, খুন নাকি আত্মহত্যা?

বিজেপি নেতা দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল। মঙ্গলবার নিউটাউনে শাপুরজি আবাসন থেকে অচৈতন্য অবস্থায় সৃঞ্জয়কে উদ্ধার করা হয়। তাঁকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement
রিঙ্কুর ছেলের গলায় ফাঁসের গভীর দাগ, খুন নাকি আত্মহত্যা? দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল।
হাইলাইটস
  • রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল।
  • মঙ্গলবার নিউটাউনে শাপুরজি আবাসন থেকে অচৈতন্য অবস্থায় সৃঞ্জয়কে উদ্ধার করা হয়।
  • কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। 


বিজেপি নেতা দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য ঘনাল। মঙ্গলবার নিউটাউনে শাপুরজি আবাসন থেকে অচৈতন্য অবস্থায় সৃঞ্জয়কে উদ্ধার করা হয়। তাঁকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। 

সূত্রের খবর, সৃঞ্জয়ের গলায় দাগ রয়েছে। কী কারণে তাঁর মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শেষ খবর অনুযায়ী, হাসপাতালে রয়েছেন রিঙ্কু। আজই সৃঞ্জয়ের মনাতদন্ত করা হতে পারে। 

গত ১৮ এপ্রিল সকলকে চমকে দিয়ে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন দিলীপ। যে বিয়ে ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। বিয়ের দিন উপস্থিত ছিলেন না রিঙ্কুর ছেলে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে সঞ্জয় জানিয়েছিলেন যে, তিনি খুশি। মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। 

সল্টলেকে একটি আইটি সংস্থায় কাজ করতেন সৃঞ্জয়। দিলীপ-রিঙ্কুর বিয়ের সময় সংবাদমাধ্যমে সৃঞ্জয় বলেছিলেন, 'মায়ের জন্য খুব খুশি। দু'জনকে অনেক শুভেচ্ছা।' দিলীপের সঙ্গে তাঁর বন্ডিং ভাল বলেও সেই সময় জানিয়েছিলেন সৃঞ্জয়। বলেছিলেন, 'খুব ভাল বন্ডিং আমাদের। মায়ের সঙ্গে বিয়ে হচ্ছে, বাবা বলেই ডাকব।'

POST A COMMENT
Advertisement