Dilip Ghosh: নির্যাতিতা রাত পর্যন্ত ওই অবস্থায় কলেজেই থাকলেন, চিন্তার বিষয়: দিলীপ

কসবার ল কলেজে গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলেজে দীর্ঘ সময় ধরে নির্যাতিতার অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের মন্তব্য, 'ওকে কলেজে ডাকা হল। তারপর রাত পর্যন্ত সে কলেজেই থাকল। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজে থেকে থাকতে চাইবেন না। চিন্তার বিষয়। 

Advertisement
নির্যাতিতা রাত পর্যন্ত ওই অবস্থায় কলেজেই থাকলেন, চিন্তার বিষয়: দিলীপদিলীপ ঘোষ
হাইলাইটস
  • কসবার ল কলেজে গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • কলেজে দীর্ঘ সময় ধরে নির্যাতিতার অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

কসবার ল কলেজে গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলেজে দীর্ঘ সময় ধরে নির্যাতিতার অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের মন্তব্য, 'ওকে কলেজে ডাকা হল। তারপর রাত পর্যন্ত সে কলেজেই থাকল। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজে থেকে থাকতে চাইবেন না। চিন্তার বিষয়। 

তিনি আরও বলেন, 'ম্যাঙ্গো পাশ করা আইনজীবী। রাজ্যে কি চাকরি বাকরির হাল এতোটাই খারাপ যে পাশ করা আইনজীবী কলেজে সামান্য সব কাজ করছে। চাকরি করছে? পিয়নের কাজ করছে? ভাইস প্রিন্সিপালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায়। উনি কিছুই বলতে পারছেন না। কারুর হিম্মত ছিল না কিছু করার।'

এদিকে, অভিযোগ উঠেছে, কলেজের অস্থায়ী কর্মী ও প্রাক্তন ছাত্র মনোজিৎকে কলেজে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তৃণমূল বিধায়ক স্বয়ং অশোক দেবই। রাজনৈতিক ছত্রছায়াতেই কলেজ চত্বরে প্রভাব বিস্তার করেছিলেন মনোজিৎ, এমন দাবি উঠেছে ছাত্রছাত্রীদের একাংশের তরফে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক দেব। সংবাদমাধ্যমকে তাঁর পালটা বক্তব্য, 'আমি ওর বাবাকে ডেকে সতর্ক করেছিলাম। বলেছিলাম, ছেলে খারাপ পথে যাচ্ছে। বাবা বলেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি।'

এই ঘটনার জেরে কলেজে সাময়িকভাবে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে, খোলা থাকবে শুধু অফিস। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে, যাতে থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীও। সিসিটিভি ব্যবস্থাও আরও উন্নত করা হবে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। নির্যাতিতাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবং দ্বিতীয়বার মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি চলছে। কাল, মঙ্গলবার ধৃতদের আদালতে তোলার কথা। 
 

 

POST A COMMENT
Advertisement