Doctors Private Practice: ডাক্তারদের প্রাইভেট প্র্যাক্টিস করতে হলে কী কী শর্ত মানতে হবে? জানাল স্বাস্থ্য দফতর

সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা কি প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, এই নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এই নিয়ে আগেই বিধিনিষেধ জারি করা ছিল। তবে সোমবার এই নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। 

Advertisement
ডাক্তারদের প্রাইভেট প্র্যাক্টিস করতে হলে কী কী শর্ত মানতে হবে? জানাল স্বাস্থ্য দফতরপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা কি প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, এই নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
  • এই নিয়ে আগেই বিধিনিষেধ জারি করা ছিল।
  • সোমবার এই নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা কি প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, এই নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এই নিয়ে আগেই বিধিনিষেধ জারি করা ছিল। তবে সোমবার এই নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। 

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্রাইভেট প্র্যাক্টিসের জন্য চিকিৎসকদের নো অবজেকন সার্টিফিকেট নিতে হবে। যাঁরা নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স গ্রহণ করেন, তাঁরা এনওসি পাবেন না। অর্থাৎ, যাঁরা নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স নেবেন, তাঁরা হাসপাতালের বাইরে রোগী দেখতে পারবেন না। 

একইসঙ্গে প্রাইভেট প্র্যাক্টিসের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তারপরেই প্রাইভেট প্র্যাক্টিসের ছাড়পত্র মিলবে। কর্মস্থলের ২০ কিমি এলাকার বাইরে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না। 

জানা গিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না। কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। 

অন্য দিকে, হিউম্যান মেটা নিউমো ভাইরাস ঘিরে উদ্বেগ বাড়ছে। মহারাষ্ট্রের নাগপুরে HMP ভাইরাসে আক্রান্ত ২ শিশু। এখনও পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭। যদিও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

POST A COMMENT
Advertisement