New SSC Exam: নতুন SSC পরীক্ষারও ভবিষ্যত্‍ সংশয়ে? 'স্বচ্ছভাবেই হয়েছে' বললেন ব্রাত্য

নতুন SSC পরীক্ষা নিয়েও সংশয়। SSC মামলা নিয়ে হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে তুলোধনা করেন বিচারপতি অমৃতা সিন্হার। নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয়ে হাইকোর্ট। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিন্হা একটি মন্তব্য যা যথেষ্ট তারপর্যপূর্ণ। তাঁর দাবি, 'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন?' যদিও এসবে কর্ণপাত করতে অস্বীকার করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Advertisement
নতুন SSC পরীক্ষারও ভবিষ্যত্‍ সংশয়ে? 'স্বচ্ছভাবেই হয়েছে' বললেন ব্রাত্যব্রাত্য বসু

নতুন SSC পরীক্ষা নিয়েও সংশয়। SSC মামলা নিয়ে হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে তুলোধনা করেন বিচারপতি অমৃতা সিন্হার। নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয়ে হাইকোর্ট। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিন্হা একটি মন্তব্য যা যথেষ্ট তারপর্যপূর্ণ। তাঁর দাবি, 'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন?' যদিও এসবে কর্ণপাত করতে অস্বীকার করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বলেন, "বিরোধীরা বিরোধীদের কাজ করছে। আমাদের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার। অনেক বিচারকের রাজনৈতিক পক্ষপাত ও অভিসন্ধি থাকে। যদিও আমাদের রাজ্যে এমনটা দেখা গেছে।  অনেক বিচারকদেরও পক্ষপাত করতে দেখা গেছে। SSC বলেছিল দাগিদের রাখা যাবে না, পূর্ণাঙ্গ লিস্ট বের করতে হবে। আজই দাগিদের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। আমরা খুবই আশাবাদী। কোনও যোগ্য চাকরিপ্রার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হোন তা খেয়াল রাখা হচ্ছে। আমরা SSC নিয়ে কোনও সংশয়ের দাবি মানতে রাজি নই।  SSC যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষা নিয়েছে। আদালত যা নির্দেশ দিচ্ছে SSC অক্ষরে অক্ষরে পালন করছে।"

SSC কাণ্ডে ফের অস্বস্তিতে রাজ্য। প্রশ্নের মুখে SSC'র নতুন নিয়োগ পদ্ধতিও। নতুন নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হল? সেই প্রশ্ন তোলে দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্যদের কোনও বিপদ না হয়, সেদিকে নজর রাখতে সুপ্রিম কোর্টের তরফে স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি দেওয়া হয়। চিহ্নিত অযোগ্যরা কোনও ভাবেই নতুন পরীক্ষায় বসতে পারবে না, জানায় সুপ্রিম কোর্ট। 

বুধবার সুপ্রিম কোর্টের SSC দুর্নীতি ও নিয়োগের সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয়। SSC সংক্রান্ত এই ধরনের সব সমস‍্যা কলকাতা হাইকোর্টই শুনবে।

Advertisement

POST A COMMENT
Advertisement