Weather Update Winter: নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীত, ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে, আবহাওয়ার আপডেট

নতুন বছরের প্রথম দিনে কলকাতায় ফিরল জাঁকিয়ে শীতের আমেজ। বুধবার কলকাতায় ভালই ঠান্ডা ভাব মালুম হচ্ছে। একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। গত কয়েক দিন ধরেই ফিকে হয়েছিল জাঁকিয়ে শীতের আমেজ। নতুন বছরের শুরুতেই ছন্দে ফিরল শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। যার ফলে ফিরতে পারে কনকনে ঠান্ডার আমেজ। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা হতে পারে। 

Advertisement
নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীত, ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে, আবহাওয়ার আপডেটফাইল চিত্র।
হাইলাইটস
  • নতুন বছরের প্রথম দিনে কলকাতায় ফিরল জাঁকিয়ে শীতের আমেজ।
  • বুধবার কলকাতায় ভালই ঠান্ডা ভাব মালুম হচ্ছে।
  • একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে।

নতুন বছরের প্রথম দিনে কলকাতায় ফিরল জাঁকিয়ে শীতের আমেজ। বুধবার কলকাতায় ভালই ঠান্ডা ভাব মালুম হচ্ছে। একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। গত কয়েক দিন ধরেই ফিকে হয়েছিল জাঁকিয়ে শীতের আমেজ। নতুন বছরের শুরুতেই ছন্দে ফিরল শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। যার ফলে ফিরতে পারে কনকনে ঠান্ডার আমেজ। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা হতে পারে। 

পারদ পতনের সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ জানুয়ারি  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৬৩ শতাংশ।
 

POST A COMMENT
Advertisement