scorecardresearch
 

গ্রামেই যাবেন কলকাতার ডাক্তাররা, পঞ্চায়েতের আগে শুরু হচ্ছে 'দুয়ারে পিজি'

গত জানুয়ারি মাসে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র ডাক্তারদেরও বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গ্রামের চিকিৎসা পরিষেবায় আরও জোর
  • গ্রামে গ্রামে যাচ্ছেন শহরের চিকিৎসকেরা
  • শুরু হচ্ছে 'দুয়ারে পিজি' কর্মসূচি

রাজ্যের বাসিন্দাদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপর রাজ্য সরকার। তাই জেলার মানুষদের আরও ভাল চিকিৎসা পরিষেবা দিতে শহরের চিকিৎসকদের গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এসএসকেএম-এর চিকিৎসকদেরও গ্রামে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই নির্দেশ অনুযায়ীই এবার শুরু হল 'দুয়ারে পিজি' (Duare PG) কর্মসূচি। মঙ্গলবারই এসএসকেএম-এ (SSKM) পৌঁছে গিয়েছে বাস। সেই বাসে চেপেই জেলায় জেলায় যাবেন চিকিৎসকেরা। প্রথমেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি২ নম্বর ব্লকে শিবির করবেন এস‌এসকেএম-এর ৩৪ জন চিকিৎসক। বুধবার ও বৃহস্পতিবার  দুই দিন ধরে শিবির হবে সেখানে। ওই গ্রামের ও আশেপাশের বাসিন্দারা ওই শিবিরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারবেন।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠান থেকেই প্রত্যন্ত এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে জুনিয়র ডাক্তারদেরও বিশেষ তৎপর হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সপ্তাহে তিন থেকে চার দিন গ্রামে গিয়ে পরিষেবা দিন। যাঁরা গ্রামে গিয়ে পরিষেবা দেবেন, সেই জুনিয়র ডাক্তারদের আলাদা সুবিধা দেওয়া হবে বলেও সেই সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর তরফে সেই বার্তা আসার পরই হাসপাতালের জুনিয়র ডাক্তারদের রাজ্যের প্রত্যন্ত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় এস‌এসকেএম কর্তৃপক্ষ। সেক্ষেত্রে, ফেব্রুয়ারি মাস থেকেই এস‌এসকেএম-এর চিকিৎসকেরা প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিতে যাবেন বলে জানানো হয়। সেই মতো চিকিৎসকদের একটি দলও গঠন করা হয়েছে। সূত্রের খবর, শুধু এস‌এসকেএম-ই নয়, আগামিদিনে অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদেরও প্রত্যন্ত এলাকার চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পাঠান হবে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন - শনির রাশিতে সূর্য-শুক্রের মিলন, ৩ রাশিতে বিপুল অর্থযোগ

Advertisement

 

Advertisement